আমিও চাই..... সব ক্ষেত্রেই - TopicsExpress



          

আমিও চাই..... সব ক্ষেত্রেই সংরক্ষণ থাকা চাই আর এই দেশে ততদিন সংরক্ষণ থাকা চাই যতদিন তথাকথিত উচ্চবর্ণের জাতি গোষ্ঠী গরীব না হয়।। আমি ভারতের প্রধানমন্ত্রী আর অন্যসব রাজনৈতিক পার্টির দ্বারা সংরক্ষণ কে উৎসাহ দেওয়ার কাজ কে পুরোপুরি সমর্থন করি। আমি তো বলি, ক্রিকেটেও সংরক্ষণ চালু করা হউক, টীমে মুসলিমদের জন্য ১০%, SC, ST, OBCদের ৩০% সংরক্ষণ দেওয়া হউক। খেলার নিয়মেও এই একই রকম ভাবে ছাড় দেওয়া হউক। SC, ST খেলোয়াড়দের জন্য মাঠের বাউন্ডারি ছোট করা উচিত।OBC খেলোয়াড়রা যদি চার মারে তাহলে ছক্কা আর ছক্কা হাকালে আট রান গুনা হউক। SC , ST ,OBC খেলোয়াড়রা যদি ৬০ করে তাহলে শতক মানা হউক। আমাদের ICC র উপর চাপ সৃষ্টি করা উচিত নিয়ম পরিবর্তন করার জন্য, যাতে একজন SC, ST খেলোয়াড়কে ফার্স্ট বল না করতে পারে, OBC র খেলোয়াড়দের অধিকতম ১২০KM/Hr গতিতে বল করা হয়। এর বেশি গতির বল করা হলে নো বল ঘোষণা করা হউক। আমাদের ওলিম্পিকেও সংরক্ষণের দাবী করা উচিত,ওলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ৮০ মিটার দৌড়ালেই SC, ST র ধাবকদের সোনার মেডেল দিয়ে দেওয়া উচিত। নেতা ও মন্ত্রীদের যাতায়তে ব্যবহৃত বিমানের পাইলট SC, ST শ্রেণীর থেকেই হওয়া উচিত, এতে দেশের অনেক উপকার হবে। নেতা ও মন্ত্রীদের operation আর অন্য চিকিৎসা করার অধিকার শুধুমাত্র SC, ST, OBC ডাক্তারদেরই হওয়া চাই, এতে আমাদের দেশকে বাঁচানোর পথ সুগম হবে। আরোও নতুন নতুন জায়গা খোজা উচিত, যেখানে সংরক্ষণ লাগু করা যায়, যাতে ভারতের সম্পূর্ণ বিকাশ করা যেতে পারে। দুনিয়াকে দেখানো উচিত, আমাদের আবিষ্কার সংরক্ষণ যা ভারতের মহান কলা কৌশল যোগ্যতাকেও পিছনে ফেলে দিয়েছে....... ভারত বিশ্বের একমাত্র দেশ, যেখানে এই মহান আবিষ্কার সংরক্ষণ প্রয়োগ করা হচ্ছে..... যা চুটকিতে পিছিয়ে পড়া কে অতি অগ্রসর বানিয়ে দিতে পারে......
Posted on: Wed, 21 Jan 2015 05:38:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015