আপনি উড়তে পারেননা, তাইলে - TopicsExpress



          

আপনি উড়তে পারেননা, তাইলে আপনি দৌড়ান । আপনি দৌড়াতে পারেন না, তাইলে হাটেন,যদি হাটতে পারেন না তাহলে হামাগুরি দিন ।এর মানে কি? আপনার মাঝে বিশেষ একটা গুন অবশ্যই আছে বা থাকবে । আপনাকে দিয়ে এটা না হয় সেটা যেকোনো কাজ একটা তো হবেই । তাহলে অন্যের কাজ দেখে, কেন হতাশ হন ।সবসময় সামনের দিকে এগুনোর চেষ্টা করেন ।কারণ আপনাকে দিয়ে হবেই হবে । আপনি যেই কাজটা ভালো পারবেন অন্য কেউ সেটা পারবে না । বিঃদ্রঃ মানুষের মাঝে একটা বিশেষ গুন থাকেই। admin → Anaytur RahmAn NoVo
Posted on: Thu, 13 Nov 2014 18:29:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015