একটা আন্তর্জাতিক - TopicsExpress



          

একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে IIUC তে আমার এপর্যন্ত পর্যবেক্ষণ- ১। বাংলাদেশের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। ২। বিদেশি বিভিন্ন দাতা সংস্থাগুলোর প্রত্যক্ষ অবদানে গড়ে উঠেছে বিশাল স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য অবকাঠামো। ৩। বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে student exchange প্রকল্পের অধীনে প্রতি বছর বেশ কিছু শিক্ষার্থী দেশের বাইরে থেকে ডিগ্রি শেষ করে আসছে। ৪। তাদের রয়েছে অফিসিয়াল ফেইসবুক পেইজ যা verified by the facebook authority. ৫। রয়েছে মোট পাঁচটি ছাত্র হল যেখানে কয়েক হাজার ছাত্রের আবাসন ব্যবস্থা আছে। দেশের আর কোন প্রাইভেট ইউনিভার্সিটির সম্ভবত এধরণের ব্যবস্থাপনা নেই। ৬। নিজস্ব ক্যম্পাসে রয়েছে সুবিশাল দৃষ্টি নন্দন মসজিদ। ৭। এখানকার বিদেশি শিক্ষার্থীদের প্রায় সবাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার scholarship নিয়ে পড়াশুনা করছে।
Posted on: Sat, 18 Oct 2014 14:24:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015