এক ছেলে ইনবক্স - TopicsExpress



          

এক ছেলে ইনবক্স করেছে... -ভাই, আপনার স্ট্যাটাস গুলো দেখে মনে হল আপনি জামায়াত করেন। -কেন ভাই, স্ট্যাটাসের কি দেখে আপনার এমনটি মনে হল? -এই যে আপনার বেশির ভাগ লেখাই তো সরকার বিরোধী। -ভাই, সরকার বিরোধী লেখা তো জামায়াত, বিএনপি, জা পা, চর্মোনাই অনেকেই লেখে। আর এখন তো অনেক আওয়ামীলীগও লিখে! -ভাই, সরাসরি বলেন। আপনি জামায়াত করেন? -না ভাই, এখনো ছাত্র মানুষ জামায়াতে যোগ দেইনি। ভাই, কারনটা কি জানতে পারি? -ভাই, আমি প্রতিজ্ঞা করেছি, জামায়াত করে এমন কাউকে ফ্রেন্ড করবনা। তাই ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানোর আগে শিউর হয়ে নিই। -কেনো ভাই? -জামায়াতের লোকেরা প্রায় চরমোনাই হুজুরের সমালোচনা করে লিখে এই জন্য! -ঔ! ভাই, আমি জামায়াত করিনা। ছাত্র মানুষ তাই শিবির করি। (কিছুক্ষন পরে দেখি ছেলেটি আমারে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাইছে! যে বলদ বুঝেনা শিবির থেকে পোলাপাইন জামায়াতে এক্সপোর্ট হয় সে বলদরে ফ্রেন্ড লিষ্টে কেমনে জায়গা দিই!!) এরে এখন কি করমু? ঝুলাই রাখমু, নাকি ডিলিট করমু, নাকি ব্লক লিষ্টে যায়গা দিমু?? রিকোয়েষ্ট একসেপ্ট করে হের প্রতিজ্ঞা ভাঙ্গতে মন চায় না।
Posted on: Wed, 19 Jun 2013 02:17:57 +0000

Trending Topics



t:0px; min-height:30px;"> Finally for 22th months of suffering for this person im totally

Recently Viewed Topics




© 2015