গালি কখনোই ভাল সমাধান - TopicsExpress



          

গালি কখনোই ভাল সমাধান হতে পারে না।কখনো সখনো দু একটা পেইজ চোখ পড়ে,যে গুলো নাস্তিকদের দ্বারা পরিচালিত। সেখানে কমেন্ট গুলোতে নোংরা ভাষা ব্যাবহার করা হয়। কষ্টদায়ক ব্যাপার হচ্ছে কমেন্টগুলোর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে মারাত্মক ভাবে আঘাত করা হয়।আজ দেখলাম একজন অকথ্য ভাষায় মুসলিমদের গালিগালাজ করছে।কিছুক্ষণের মধ্যেই কয়কজন হিন্দুদের দেব দেবী নিয়ে অশ্লীল মন্তব্য শুরু করছে। আরে ভাই,নিজেদের মধ্যে হানাহানি করে কি লাভ।যিনি নাস্তিক তিনি হিন্দুও না মুসলমানও না কিংবা খ্রিস্টানও নন।তার একটা পোষ্ট আপনার ধর্মকে আঘাত করল মানেই এই নয় যে সে অন্য ধর্মের লোক।তাদেরকে বর্জন করুন।চুপচাপ রিপোর্ট করে চলে আসুন।অতিরিক্ত কমেন্ট হয়ে গেলে সেগুলো সহজে রিমুভ করা যায় না।
Posted on: Fri, 18 Oct 2013 04:45:20 +0000

Trending Topics



dstrom
MAZDA GTX WOF TILL JUNE WILL COME WITH REG BOV 38MM
If you want an idea about what these monsters have in store for
Teva Pharmaceutical Industries which is based in Petah Tikva is

Recently Viewed Topics




© 2015