পাকিস্তান টীমের জার্সির - TopicsExpress



          

পাকিস্তান টীমের জার্সির সামনে বড় করে লেখা PAKISTAN শ্রীলঙ্কান টীমের জার্সির সামনে বড় করে লেখা SRI LANKA ইন্ডিয়ান ক্রিকেট টীমের জার্সির সামনে বড় করে লেখা INDIA আর আমাদের বাংলাদেশ টীমের জার্সির সামনে আগে বড় করে লেখা SAHARA আর তারপর নীচে লেখা BANGLADESH . যে কেউ দেখলেই ভাববে এই দেশের নাম বুঝি SAHARA BANGLADESH । ভারতের সর্বোচ্চ আদালত যে ব্যবসায়িক গোষ্ঠীকে জালিয়াতির দায়ে অভিযুক্ত করেছে, গরীব সঞ্চয়কারীদের ২০ হাজার কোটি রূপী আত্মসাতের মামলায় যার মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে সেই SAHARA নাম বুকে ধারণ করে, বাংলাদেশ নামের ওপরে তাকে স্থান দিয়ে, খেলছে বাংলাদেশের ক্রিকেট দল। গ্র্রেফতারের ভয়ে এখন পালিয়ে বেড়ানো এই লোক বছর দুয়েক আগে বাংলাদেশে এসেছিলেন লাখ একর জমি পাবার আবদার নিয়ে। তখনই ক্রিকেট দলের ওপর এই আছড় হয়। কতকোটি টাকা পেয়েছে ক্রিকেট দল এক জালিয়াত প্রতারকের নামে নিজেকে পরিচিত করতে? সেই টাকার কি খুব অভাব? আর কতকোটি টাকা নিয়েছে নীতি নির্ধারকরা দেশের ক্রিকেট দলকে এভাবে ডোবাতে? তারাই বা কত টাকা পকেটে ভরেছেন? মুখে স্বাধীনতার চেনতার বুলি , আর ওই স্বাধীনতাকে রাস্তায় ফেলে চেতনা , পকেটে ভরে, কোন কুলাঙ্গার এর ফেরায়ুনের সম্প্রদায় নিজেদের শেঠ মনে করে ? কেউ যদি, সে ব্যক্তি হোক আর জাতি হোক, নিজেকে সম্মান করতে না শেখে তাকে অন্যরা সম্মান করবে কেন? জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমারা নিজেরাই নিজেদের সম্মান করতে জানি না . আমরা আমাদের আসল পরিচয় কি তা জানি ই না। তাহলে আজকে আমরা--- এখন থেকে সাহারা বাংলাদেশ এর অধিবাসী ! !
Posted on: Thu, 06 Mar 2014 19:03:52 +0000

Trending Topics



MESSAGE NATIONAL WEATHER SERVICE PADUCAH
I’m not insisting that we be brimming with hope — it’s OK
Thats why I will never believe in these TIME-WASTING tactics.
Low Price Eden 4 in 1 Convertible Crib, Natural On Sale Buy now &
Un homme et sa mere : Petite typologie etablie par Alain
Friends, As we all are aware, next Friday marks the 2nd

Recently Viewed Topics




© 2015