যুক্তরাষ্ট্রে ৩০ বছর - TopicsExpress



          

যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাদন্ড প্রাপ্ত নাফিসের জন্য যতটানা খারাপ লাগছে তার মা বাবার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে ,নাফিসের যদি মৃত্যুদন্ড হতো তাহলে হয়তো তার মা বাবা একসময় স্বাভাবিক জীবন যাপন করতে পারতো কিন্তু এখন কি সম্ভব ? কখনোই না তার মা হয়তো প্রতিটা দিন হিসেব করবে কখন ৩০ বছর শেষ হবে আর তার সন্তান তার কোলে ফিরে আসবে :( তার মা বাবা কখনোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবেনা ...আদরের সন্তান কি করছে কি খাচ্ছে কতটা কষ্টে আছে তা ভাবতে ভাবতেই উনাদেরও একধরনের মৃত্যু হয়ে যাবে :( আল্লাহ পাক উনাদেরকে এই কষ্টে ধৈর্য্য ধরার এবং কষ্ট থেকে মুক্তি দিক আমিন
Posted on: Fri, 09 Aug 2013 18:26:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015