রিলেশন যত গভীর হয়, - TopicsExpress



          

রিলেশন যত গভীর হয়, গার্লফ্রেন্ড তত ঝগড়াটে হয়ে উঠে । প্রতিটা রিলেসশনশিপ এর শুরুর দিকটা থাকে অনেক মধুময় ,তখন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ২ জনই সুখের ভেলায় ভাসতে থাকে সবকিছুই তাদের কাছে পজিটিভ মনে হয় কিন্তু যখনই গভীর হয়ে উঠে তখনি ছোট ছোট বিষয় নিয়ে শুরু হয় ঝগড়া, যেমনঃ--- রিয়েল লাইফে রিলেশনের ক্ষেত্রেঃ তোমার ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বল ফোনে? দিনে মাত্র ১০ বার ফোন দিছ? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এটা কি ড্রেস পড়ে আসছ দেখা করতে? ফেইসবুকে রিলেশনের ক্ষেত্রেঃ তুমি অনলাইনে আসছ অথচ আমাকে বল নি? তুমি ঐ মেয়ের ফটো তে এই কমেন্ট ঐ কমেন্ট করছ কেন? বাহ ভালোই, ঐ মেয়ের সব স্ট্যাটাস এই দেখি লাইক কমেন্টস কর। এতো লেট রিপ্লায় দাও কেন? কার সাথে চ্যাটিং কর? ওই মেয়ে কে ?? তোমার সব পোস্টেই কেন কমেন্টস করে ?? তোমার আইডি পাসওয়ার্ড দাও তো, একটু দরকার আছে। রিলেসশন যত গভীর হয়, গার্লফ্রেন্ড তত ঝগড়াটে হয়ে উঠে
Posted on: Mon, 22 Sep 2014 14:39:16 +0000

Trending Topics



end the launch party for the official release
"As another graduation season comes to a close, there is cause for
DYING TO SELF by Bro. Benjamin God can not use a man who has

Recently Viewed Topics




© 2015