০১। ফেব্রুয়ারী ৫ হচ্ছে - TopicsExpress



          

০১। ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস ! ০২। সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন ! ০৩। চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology ! ০৪। প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে একধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে ! ০৫। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড…!! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইনস ডে তে।এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো। ০৬। সিনেমাতে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম “You’re in the Army Now” (১৯৪১সালের)। ০৭। মূল ধারার এক সিনেমাতে সবচেয়ে বেশী চুমুর রেকর্ড ১২৭ বার DonJuan (১৯২৭ সালের) সিনেমাতে ! ০৮। আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম Embrasser Avec la Langue! ০৯। সকল পুরুষদের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ঠোটের মালকিন কে? জরিপ অনুযায়ী Angelina Joli (এনজেলিনা জোলি) ১০। চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobia রোগ হয়েছে…!! M.r.27
Posted on: Thu, 21 Nov 2013 13:35:22 +0000

Trending Topics



="stbody" style="min-height:30px;">
Hadith 2: Foundation of the SunnahUmar ibn Al-Khattab (may Allah
d56sz3nt EDELSIGN - GROOVE Tire Rim Valve Stem Caps - Set of 4
12 September 2013 Press Statement by MCA Youth Education Bureau
Mini 3 Light Oblong Canopy Ellipse Wall Sconce Crystal Color /
ORLEYS STOVE AND SPA EXTENDED OUTLOOK The Orleys Stove and Spa
GET Kingston Technology 2 GB Unbuffered System Specific Memory

Recently Viewed Topics




© 2015