'সরকার কি তার নির্বাহী - TopicsExpress



          

'সরকার কি তার নির্বাহী আদেশে ফৌজদারি মামলা প্রত্যাহার করতে পারে??? > এককথায় উত্তর দিলে বলতে হয় - 'না' । > তাহলে যে আজও (২২.০৮.২০১৩) ৭২টি মামলা প্রত্যাহারেরর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি? >উত্তরটা এখানেই দেয়া আছে- মামলা প্রত্যাহারেরর সুপারিশ করেছে মামলা প্রত্যাহার করেনি। মামলা প্রত্যাহার করতে হলে তা অবশ্যই হতে হবে সংশ্লিষ্ট কোর্টের আদেশের মাধ্যমে , সরকার শুধু পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে প্রত্যাহারেরর আবেদন করতে পারে। > সরকারের সকল আবেদনইতো গৃহীত হয়, তাহলে কোর্টের আদেশের মাধ্যমে প্রত্যাহার আর সরকারের আদেশের মাধ্যমে প্রত্যাহারের বাস্তবিক (de facto) কি তফাৎ থাকলো? > আছে। সরকার আবেদন করলেই কোর্ট যান্ত্রিকভাবে (mechanically)তা গ্রহণ করতে পারে না - এ ব্যাপারে আমাদের উচ্চ আদালতের একাধিক রায় (precedent) আছে। মামলা প্রত্যাহারের আদেশ দিতে হলে সংশ্লিষ্ট কোর্টের নিকট অবশ্যই যুক্তিসঙ্গত কারণ প্রতীয়মান হতে হবে এবং তা আদেশে মাধ্যমে প্রকাশিত হতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের প্রায় সকল বিচারিক কোর্ট যান্ত্রিকভাবে (mechanically) এ জাতীয় আবেদন গ্রহণ করে থাকে । তবে এর মাধ্যমেই মামলা প্রত্যাহারের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতিকারের পথ প্রশস্ত হয়। ক্ষতিগ্রস্ত পক্ষ হাইকোর্টে আবেদন করলে মামলা প্রত্যাহারের আদেশ স্থগিত হয়ে যায় । ( Copied and posted after slight edition from the post of Sharif Ahmad )
Posted on: Fri, 23 Aug 2013 08:44:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015