****- ৩৫ তম বিসিএস পরীক্ষার - TopicsExpress



          

****- ৩৫ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ...... মোট ১৭৫ টি এমসিকিউ উত্তর সহ 1. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণএর নাম কি? গৌড়ীয় ব্যাকরণ মাগধীয় ব্যাকরণ মাতৃভাষার ব্যাকরণ ভাষা ও ব্যাকরণ Answer:-গৌড়ীয় ব্যাকরণ 2. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবী নিষকৃতি চরিত্রহীন দত্তা Answer:- পথের দাবী 3. যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে? অনুসুয়া অনসূয়া অনুশোয়া অনূসূয়া Answer:- অনসূয়া 4. ‘শাহানামা’ এর লেখক কে? কবি ফেরদৌসী মওলানা রুমী কবি নিজামী কবি জামি Answer:- কবি ফেরদৌসী 5. ‘অয়োময়’ শব্দের অর্থ কী? লৌহময় পেঁচানো দুর্বোধ্য বাজে Answer:- লৌহময় 6. কোনটি নাটক? কর্তার ইচ্ছায় কর্ম গড্ডালিকা পল্লীসমাজ সাজাহান Answer:- সাজাহান 7. ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর - রত্মা + কর রত্ন + কর রত্মা + আকার রত্ম + আকর Answer:- রত্ম + আকর 8. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন আবুল কালাম শামসুদ্দিন কাজী আব্দুল ওদুদ সিকান্দার আবু জাফর Answer:- মোহাম্মদ নাসির উদ্দিন 9. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_ ভুটান, সিকিম বোম্বে, জয়পুর কাশী, বেনারস তিব্বত, নেপাল Answer:- তিব্বত, নেপাল 10. ‘পরিচয় কবে প্রকাশিত হয়? ১৯৩০ ১৯৩১ ১৯৩২ ১৯৩৩ Answer:- ১৯৩১ 11. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল পালাবদল উত্তীর্ণ পঞ্চাশে অনিষ্ট স্বদেশ Answer:- হরতাল 12. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ - অমাবস্যা গলাধাক্কা দেওয়া কাস্তে দ্বিতীয় Answer:- গলাধাক্কা দেওয়া 13. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম? বীরবল ভিমরুল অনিলাদেবী যাযাবর Answer:- অনিলাদেবী 14. ওষ্ঠব্যঞ্জনের উদাহরণ কোন গুচ্ছ? দ,ধ ত,থ ব,ত চ,ছ Answer:- ব,ত 15. বিদ্যুৎ-এর সমার্থক শব্দ মরুৎ শম্পা ময়ূখ ছটা Answer:- শম্পা 16. ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ গানটির সুরকার কে? সলিল চৌধুরী সত্য সাহা মুকুন্দ দাস আলতাফ মাহমুদ Answer:- সত্য সাহা 17. ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কি? ক্ষমতাসীন পার্টি বিরোধী পার্টি কদরহীন লোক নিকৃষ্ট লোক Answer:- কদরহীন লোক 18. অতুল প্রসাদ সেন- কোন সালে মারা যান? ১৮৭১ ১৯২৩ ১৮৯৯ ১৯৩৪ Answer:- ১৯৩৪ 19. কন্যা শব্দের সমার্থক কোনটি নয়? পুত্রী মন্দাকিনী পুত্রিকা সুতা Answer:- মন্দাকিনী 20. রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেছিলেন । 13 21 12 10 Answer:- 13 21. কাঁচি- কোন ধরনের শব্দ? আরবি ফারসি হিন্দি তুর্কি Answer:- তুর্কি 22. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র রামনারায়ণ তর্করত্ন রবীন্দ্রনাথ ঠাকুর Answer:- রামনারায়ণ তর্করত্ন 23. নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? রাজবন্দীর জবানবন্দী ব্যথার দান অগ্নিবীণা নবযুগ Answer:- ব্যথার দান 24. ‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয় ? স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ ক্ষুদ্রার্থে বৃহদার্থে Answer:- ক্ষুদ্রার্থে 25. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন? মোতাহের হোসেন চৌধুরী বিনয় ঘোষ আখতারুজ্জামান ইলিয়াস রাধারমণ মিত্র Answer:- আখতারুজ্জামান ইলিয়াস 26. ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায় সাপ্তাহিক বিজলী দিগদর্শন প্রভাকর Answer:- সাপ্তাহিক বিজলী 27. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়? প্রমথ নাথ চৌধুরী ঈশ্বরচন্দ্র গুপ্ত প্যারীচাঁদ মিত্র দীনবন্ধু মিত্র Answer:- ঈশ্বরচন্দ্র গুপ্ত 28. পাণিনি কে ছিলেন? ভাষাবিদ ঋগ্বেদবিদ বৈয়াকরণিক ঔপন্যাসিক Answer:- বৈয়াকরণিক 29. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে - সংস্কৃত পালি প্রাকৃত অপভ্রংশ Answer:- প্রাকৃত 30. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য- জীবনানুভূতির গভীরতায় দৃষ্টিভঙ্গির সূক্ষতায় কাহিনীর সরলতা ও জটিলতায় ভাষার প্রকারভেদ Answer:- জীবনানুভূতির গভীরতায় 31. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ? শ্রী রাধার ননদিনী শ্রী রাধার শাশুড়ি রাধাকৃষ্ণের প্রেমের দূতী জনৈক গোপবালা Answer:- রাধাকৃষ্ণের প্রেমের দূতী 32. গৃহী এর বিপরীত শব্ধ সংসারী সঞ্চয়ী সংস্তিতি সন্ন্যাসী Answer:- সন্ন্যাসী 33. .\’কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ? শরৎচন্দ্র চট্র্রোপাধ্যা সুভাষ মুখোপাধ্যায় কাজী ইমদাদুল হক বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় Answer:- বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় 34. সনেটের কটি অংশ? একটি দুটি তিনটি চারটি Not Attempted Answer:- দুটি 35. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে? মুনির চৌধুরী সৈয়দ ওয়ালীউল্লাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শওকত আলী Answer:- সৈয়দ ওয়ালীউল্লাহ 36. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়- কিডনীর পাথর গলাতে পিত্ত পাথর গলাতে গলগণ্ড রোগ নির্ণয়ে নতুন পরমাণু তৈরিতে Answer:- গলগণ্ড রোগ নির্ণয়ে 37. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- ১ মিটার ১০ মিটার ১৫ মিটার ৩০ মিটার Answer:- ১০ মিটার 38. সফল, অগ্রণী >উন্নত জাতের সরিষা শসা মরিচ আলু Answer:- সরিষা 39. রক্তে হিমোগ্লোবিনের কাজ - অক্সিজেন পরিবহন করা রোগ প্রতিরোধ করা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা উল্লেখিত সবকয়টিই Answer:- অক্সিজেন পরিবহন করা 40. বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির কত সময়ের গড় অবস্থাকে আবহাওয়া বলে? ১ থেকে ৫ দিনের ১ থেকে ৬ দিনের ১ থেকে ৭ দিনের ১ থেকে ৮ দিনের Answer:- ১ থেকে ৭ দিনের 41. কোনটি চৌম্বক পদার্থ? পারদ বিসমাথ এ্যান্টিমনি কোবাল্ট Answer:- কোবাল্ট 42. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন হিলিয়াম নিয়ন অক্সিজেন Answer:- নাইট্রোজেন 43. এস. আই এককে চোউম্বক ফ্লাক্স এর একক কি? ক্যান্ডেলা ওয়েবার লাক্স লুমেন Answer:- ওয়েবার 44. The amount of water vapour in the air is called…? rain snow humidity water cycle Answer:- humidity 45. ধানের বাদামি রোগ কি দ্বারা হয়? ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া ব্যাকটেরিওফাজ Answer:- ছত্রাক 46. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে? নদী স্রোতের ব্যবহার করে যথাযথভাবে হাল ঘুরিয়ে গুন টানার সময় টানটি সাম্নের দিকে রেখে পাল ব্যবহার করে Answer:- যথাযথভাবে হাল ঘুরিয়ে 47. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়- টাংস্টেনতার নাইক্রম তার এন্টিমনিতার কপার তার Answer:- নাইক্রম তার 48. এর মধ্যে কোন পদার্থটি প্রকৃতিতে পাওয়া যায়? প্লাস্টিক রাবার গ্লিসারিন কাগজ Answer:- রাবার 49. রেক্টিফাইড স্পিরিট হল- ৯০% ইথাইল এলকোহল ১০% পানি ৮০% ইথাইল এলকোহল ২০% পানি ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি ৯৮% ইথাইল এলকোহল ২% পানি Answer:- ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি 50. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ- কম হয় খুব কম হয় একই হয় বেশী হয় Answer:- একই হয় 51. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? ১২০৬ ১৩১০ ১৬১০ ১৫২৬ Answer:- ১৬১০ 52. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জয়নুল আবেদীন কামরুল হাসান হামিদুর রহমান হাসেম খান Answer:- কামরুল হাসান 53. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ১৫২৬ ১৫৫৬ ১৭৬১ ১৭৫৭ link to questio Answer:- ১৫৫৬ 54. ঢাকা থেকে মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? সমাচার দর্পন চতুরঙ্গ নীলদর্পন মরু শিখা Answer:- নীলদর্পন 55. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি? আখের ছোবড়া বাঁশ জারুল গাছ নল-খাগড়া Answer:- বাঁশ 56. রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ১৯৭২ সালের ৩১ অক্টোবর ১৯৭১ সালের ৩১ অক্টোবর Answer:- ১৯৭২ সালের ৩১ অক্টোবর 57. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি – মেঃ জেঃ জিয়াউর রহমান মেঃ জেঃ সফিউল্লা লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ জেনারেল আতাউল গণি ওসমানী Answer:- জেনারেল আতাউল গণি ওসমানী 58. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলতো? এফ রহমান জগন্নাথ হল ফজলুল হক সলিমুল্লাহ Answer:- জগন্নাথ হল 59. বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘের রায় দিয়েছে ১৪ মার্চ ২০১২ ১৪ মে ২০১২ ১২ মে ২০১২ ১৪ এপ্রিল ২০১২ Answer:- ১৪ মার্চ ২০১২ 60. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? ড. এস ডি চৌধুরী ড. কাজী ফজলুর রহিম ড. ওসমান গনি অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী Answer:- ড. ওসমান গনি 61. ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেন্চুরিয়ান কে?? সাকিব আল হাসান তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল মুশফিকুর রহিম Answer:- সাকিব আল হাসান 62. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ? ১৭০০ সালে ১৭৬২ সালে ১৭৯৩ সালে ১৯৬৫ সালে Answer:- ১৭৯৩ সালে 63. পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? গোয়ালন্দ চাদ্পুর ণর্সিংদি ঢাকা Answer:- চাদ্পুর 64. বাংলাদেশে কোন সনে CTBT অনুমোদন করে? ১৯৯৯ ২০০০ ২০০১ ২০০২ Answer:- ২০০০ 65. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? ৪২ ২৫ (৭) ২৮ (৪) ৪০ (৩) Answer:- ২৮ (৪) 66. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম - এগার সিন্দুর এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস উপকূল এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস Answer:- উপকূল এক্সপ্রেস 67. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে? 1 2 11 21 Answer:- 1 68. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? জিকা ইউএনডিপি বিশ্বব্যাংক আইএমএফ Answer:- বিশ্বব্যাংক 69. .গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? ফখরুদ্দিন মোবারক শাহ্ হোসেন শাহ্ শায়েস্তা খাঁ ঈশা খাঁ Answer:- হোসেন শাহ্ 70. বাংলাদেশে টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে কোন ব্যাংক? National bank AB bank Sonali bank Standard chartered bank Answer:- Standard chartered bank 71. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? বরাইল কৈলাশ কাঞ্চনজঙ্ঘা গডউইন অস্টিন Answer:- কৈলাশ 72. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার চট্টগ্রাম কাপ্তাই রাঙ্গামাটি Answer:- কক্সবাজার 73. সুলতান মাহমুদ ভারত বর্ষ মোট বার আক্রমন করেন? ১৪ বার ১৫ বার ১৬ বার ১৭ বার Answer:- ১৭ বার 74. বাংলাদেশে চিনি কল কয়টি? ১১ ১৪ ১৫ ১৭ Answer:- ১৭ 75. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? ১৬ ফেব্রুয়ারি ২৭ ফেব্রুয়ারি ৪ মার্চ ২ মার্চ Answer:- ২৭ ফেব্রুয়ারি 76. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে? পাবনা, সিরাজগঞ্জ দিনাজপুর বরিশাল ফরিদপুর Answer:- পাবনা, সিরাজগঞ্জ 77. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১০৭৬ বাংলা ১১৭৬ বাংলা ১৩৭৬ ইংরেজি ১৮৭৬ Answer:- বাংলা ১১৭৬ 78. ১৯৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রথম ব্যাক্তি কে? মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আবুল কালাম আযাদ গোলাম আযম Answer:- আবুল কালাম আযাদ 79. বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি? ১ ২ ৩ ৪ Answer:- ২ 80. সংসদ অধিবেশন কে আহবান করেন? রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি Answer:- রাষ্ট্রপতি 81. ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ - ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন Answer:- ইন্দোনেশিয়া 82. ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে? ১৫ জুলাই, ১৯৯৪ ১৬ জুলাই, ১৯৯৪ ১৭ জুলাই, ১৯৯৪ ১৮ জুলাই, ১৯৯৪ Answer:- ১৬ জুলাই, ১৯৯৪ 83. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ? ৩০০বছর ৩৩৫বছর ৩৪২ বছর ৫০০বছর Answer:- ৩৪২ বছর 84. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? যুক্তরাষ্ট্র আফ্রিকা কেনিয়া উগান্ডা Answer:- আফ্রিকা 85. ২০১২ এ শান্তিতে নোবেল প্রাইজ কে/কারা পেয়েছেন? লিউ জিয়াবো এলেন জনসন ডঃ মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়ন Answer:- ইউরোপীয় ইউনিয়ন 86. হেবরন মসজিদ কোথায় ? ফিলিস্তিন ফিলিপাইন ইসরাইল ইরাক Answer:- ইসরাইল 87. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? আফগানি ফার্সি পশতু তুর্কি Answer:- পশতু 88. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি? ইউরোপ উত্তর আমেরিকায় অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে মধ্য এশিয়ায় Answer:- অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে 89. অংসান সূচী গৃহবন্দি হন কত সালে ? ১৯৮০ ১৯৮২ ১৯৬০ ১৯৮৯ Answer:- ১৯৮৯ 90. জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি কায়রো বেলগ্রেড জাকার্তা Answer:- বেলগ্রেড 91. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? হোয়াংহো ইয়াংসিকিয়াং গংগা সিন্ধু Answer:- ইয়াংসিকিয়াং 92. ‘হারারে’- এর পুরাতন নাম - পেট্রোগ্রাড ফরমুলা সলসবেরী রোডেসিয়া Answer:- সলসবেরী 93. Badminton is the national sport of - Nepal Malaysia Scotland China Answer:- Malaysia 94. আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? ঢাকা টোকিও মস্কো লন্ডন Answer:- মস্কো 95. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ? লুক্সেমবার্গ আয়ারল্যান্ড গ্রীস ডেনমার্ক Answer:- ডেনমার্ক 96. ফেয়ার ফ্যাক্স কী ? সংবাদ সংস্থা পরিবেশ সংস্থা গোয়েন্দা সংস্থা মানবাধিকারসংস্থা Answer:- গোয়েন্দা সংস্থা 97. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? বুদাপেস্ট প্রাগ এথেন্স তিরানা Answer:- তিরানা 98. ২য় বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?? ইতালি আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে Answer:- ইতালি 99. আকান কোন দেশের ভাষা? বেনিন ঘানা গিনি বিসাউ সিয়েরা লিওন Answer:- ঘানা 100. UN এর দাপ্তরিক ভাষা নয় কোনটি ? পর্তুগীজ ফরাসি মান্দারিন রুশ Answer:- পর্তুগীজ 101. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে? ৮/১৫ ঘণ্টা ৩/৪ ঘণ্টা ৫/৪ ঘণ্টা ২/৩ ঘণ্টা Answer:- ৫/৪ ঘণ্টা 102. নৌকা এবং স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি. । নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? ৮ ঘন্টা ৯ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা Answer:- ৯ ঘন্টা 103. (3x+2) (2×-6)= (4-3x) (1-2x) – 10 হলে x এর মান কত? -2 4 6 -3 Answer:- -2 104. (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ? (1,1) (1, 3) (-1,-1) (-3, 1) Answer:- (1,1) 105. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ? ১৪০ টাকা ১২০ টাকা ১৪৪ টাকা ১২৪ টাকা Answer:- ১৪৪ টাকা 106. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? ১২৮০ ১২৮১ ১৩১০ ১৩১১ Answer:- ১৩১১ 107. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? ৭০মিটার ৭০মিটার ৮০ মিটার ৯০ মিটার Answer:- ৮০ মিটার 108. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? ৭ ও ১১ ১২ ও ১৮ ১০ ও ২৪ ১০ ও ১৬ Answer:- ১০ ও ১৬ 109. .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ- ৫০% ৩০% ৩৩% ৩১% Answer:- ৫০% 110. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? ৪৯৯৯ ৫৫০১ ৫০৫০ ৫০০১ Answer:- ৫০৫০ 111. a – {a –(a+1)} = কত a a+1 a-1 1 Answer:- a+1 112. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? ২২৫ বর্গমিটার ১৪৪ বর্গমিটার ১৬৯ বর্গমিটার ১৯৬ বর্গমিটার Answer:- ১৯৬ বর্গমিটার 113. .কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ? ৬:৫:৪ ৩:৪:৫ ১২:৮:৪ ৬:৪:৩ Answer:- ৩:৪:৫ 114. Describe the following sequence in mathematical terms. 144, 72, 36, 18, 9 Descending arithmetic sequence Ascending arithmetic sequence Descending geometric sequence ascending geometric sequence Answer:- Descending geometric sequence 115. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? ১ কিলোগ্রাম ১০কিলোগ্রাম ১০০ কিলোগ্রাম ১০০০ কিলোগ্রাম Answer:- ১০০ কিলোগ্রাম 116. Which sentence is correct ? This is an unique case This is a unique case This is a very unique case This is the most unique case Answer:- This is a unique case 117. The synonym of ‘embellish’ is adorn shock impoverish destroy Answer:- adorn 118. The synonym of “Nepotism” is - Terrorism Despotism Hooliganism Favouritism Answer:- Favouritism 119. He is — European. an the a × link to questio Answer:- a 120. The word ‘officialese’ means – plural number of official language used in offices plural number of offices vague expressions link to questio Answer:- language used in offices 121. He takes no interest … politics. in of about with Answer:- in 122. Linguist – synonym Absconder Swindler Polyglot Knowledgable Answer:- Polyglot 123. Which of the sentence is correct? i had better not be late. i had better not to be late. i had not better be late. i had better being late. Answer:- i had better not be late. 124. \’Protagonist\’ indicates_ the villain in a play the leading character of actor in a play the clown in a play the stage-director of a play Answer:- the leading character of actor in a play 125. ‘To smell a rat’ means: to smell a bad smell to suspect a trick or deceit to misunderstand to have dirty ways Answer:- to suspect a trick or deceit 126. Because of his success as a comedian , director were loath to consider for———-roles supporting leading dramatic comedic Answer:- dramatic 127. correct spelling - Precedence Presedence Presidence Presceedence Answer:- Precedence 128. Choose the correct sentence: The matter was informed to the police The matter has informed to to the police The police was informed of the matter The police were informed of the matter Answer:- The police were informed of the matter 129. He said that he __ be unable come. will shall should would Answer:- would 130. The synonyme of ‘genesis’ is- introduction preface beginning foreword Answer:- beginning 131. Browning was the composer of any of the following poems - Two voices The Scholar Gipsy Andrea del sarto Oneone Answer:- Andrea del sarto 132. Far Cry – means Ruined Lovely Real Long distnace Answer:- Long distnace 133. What do you understand by the term “Call Money”? Inter-bank short-term lending and borrowing Borrowing from central bank Lending by commercial banks to insurance companies Lending by leasing companies to industrial sector Answer:- Inter-bank short-term lending and borrowing 134. verb of ‘false’ is ____. falsity falsehood falsify falsed Answer:- falsify 135. The intellectual can no longer be said to live ‒ the margins of society. against beyond inside before Answer:- beyond 136. She takes_____her father. after in care from Answer:- after 137. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here? Benevolent Official Officious Bureaucratic Answer:- Officious 138. Distort- Twist Straighten- Bend Defor- Reform Harmonize- Balance Observe- Blur Answer:- Harmonize- Balance 139. The man died _ over eating. by of for from Answer:- from 140. Antonym of ‘tedious’ is: boring monotonous refreshing tiresome Answer:- refreshing 141. The car ran___a dog. over to by of Answer:- over 142. He knew it was a avery _ operation, but he was determined to carry it out . difficult dangerous risky troublesome Answer:- risky 143. Ship : Harbor:: flower : garden village : people nest : bird car : garage Not Attempted Answer:- car : garage 144. Sanction শব্দটির অর্থ ? Authorisation plan verify prohibit Answer:- Authorisation 145. what is the meaning of the word ‘belated ‘ - complaining off hand weak Tardy Answer:- Tardy 146. LIGHT:BLIND SPEECH:DUMB TONGUE:SOUND LANGUAGE:DEAF VOICE:VIBRATION Answer:- SPEECH:DUMB 147. Eager:Indifferent devoted:dedicated concerned:careful anxious:nervous enthusiastic:halfhearted Answer:- enthusiastic:halfhearted 148. The groom arrived at the community centre exactly —– time. in for by on Answer:- on 149. Julia has been ill _three months. since about in for Answer:- for 150. In each of the follwing questions,out of the four alternatives,choose the one which can be substituted for the given words/sentence:-A song embodying religious and sacred emotions- Lyric Ode Hymn Ballad Answer:- Hymn 151. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশ গ্রীণল্যান্ড মালদ্বীপ কোনটি নয় Answer:- গ্রীণল্যান্ড 152. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু কেনিয়া কিউবা গায়ানা Answer:- নাউরু 153. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে? ইরাক ইরান তুরস্ক সিরিয়া Answer:- ইরাক 154. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? এটলাট পর্বতমালা হিমালয় পর্বতমালা আন্দিজ পর্বতমালা আল্পস পর্বতমালা Answer:- আন্দিজ পর্বতমালা 155. ডয়েচল্যান্ড কোন দেশের পূর্বনাম? নেদারল্যান্ড পোলান্ড অস্ট্রিয়া জার্মানি Answer:- জার্মানি 156. ‘বাতাসের শহর’ বলা হয় - শিকাগো নিউইয়র্ক লন্ডন ঢাকা Answer:- শিকাগো 157. কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? সিন্ধু রোমান ব্যবিলনীয় চৈনিক Answer:- রোমান 158. “লাইন অব ডিমারকেশন” কোন দুটি দেশের মধ্যকার সীমারেখা? যুক্তরাষ্ট্র ও মেক্সিকো পর্তুগাল ও স্পেন ভারত ও পাকিস্তান ইসরাইল ও লেবানন Answer:- পর্তুগাল ও স্পেন 159. ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী? ব্লু লাইন সনোরা লাইন ফচ লাইন ওডারনিস লাইন Answer:- ব্লু লাইন 160. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? হরমুজ জিব্রাল্টার বসফরাস দার্দানেলিস Answer:- জিব্রাল্টার 161. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়— রেডিওতে টেলিভিশনে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে Answer:- ওয়েবসাইটের মাধ্যমে 162. ই-মেইলের পূর্ণনাম— ইলেকট্রিক মেইল ইলেকট্রনিক মেইল ইলেকট্রন মেইল ইলেকটিসিটি মেইল Answer:- ইলেকট্রনিক মেইল 163. দ্বিমুখী যোগাযোগ মাধ্যম— টেলিফোন পত্রিকা মাউস স্পিকার Answer:- টেলিফোন 164. ICT-এর পূর্ণ নাম— Information & Computer Technology Indext Computer Technology. Information & Communication Technology Information & Community Technology Answer:- Information & Communication Technology 165. ICT-এর বাংলায় নাম— তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি Answer:- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 166. ব্লগ(Blog) কী? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট চাকরির ওয়েবসাইট সংবাদ ওয়েবসাইট একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় Answer:- একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায় 167. কোনটি ভূল?? ০*১ ১*০ ১/০ ০/১ Answer:- ১/০ 168. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, …………, ৩, ১ ৬ ৯ ১২ ১৫ Answer:- ৯ 169. ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে- বৃহস্পতিবার শুক্রবার রবিবার শনিবার Answer:- শুক্রবার 170. ছবি দেখুন bcsprep/blog/wp - content/uploads/2013/12/shape.png T, X X, T S, T T, B Answer:- T, X 171. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন খুবই হতাশাবোধ করবেন বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন Answer:- সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন 172. A farmer had 17 hens.All but 9 died.How many live hens were left ? 0 9 18 16 Answer:- 9 173. The average of 20 number is zero. Of them, at the most, how many may be greater than zero? 0 19 10 1 Answer:- 19 174. 9,36,81,144,__?what will be the next num? 169 225 256 196 Answer:- 225 175. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক- এর সম্পর্ক কি? ক এর মামা চ ক এর খালু চ চ এর নানা ক ক এর চাচা চ Answer:- ক এর মামা চ 176. If you count 1 to 100, how many 5s will you pass on the way? 10 11 18 20 Answer:- 20 177. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? ৯ ১০ ১১ ১২ Answer:- ১১ 178. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes. 3 6 9 18 ::- 6
Posted on: Mon, 05 Jan 2015 16:33:04 +0000

© 2015