By - Asif Halim Deepon #The_Way_Back imdb: 7.4 rotten - TopicsExpress



          

By - Asif Halim Deepon #The_Way_Back imdb: 7.4 rotten tomatoes: 75% অ্যাডভেঞ্চার মুভি হিসেবে দেখার মত বেশ ভালো একটা মুভি এটা। ১৯৩৯ এ জার্মানি ও তার মিত্রবাহিনীর পোল্যান্ড দখলের পর এই ছবির কাহিনী শুরু। গল্পের নায়ক এক পোলিশ নাগরিক Janusz (Jim Sturgess) কে স্পাই হিসেবে মিথ্যে মামলায় জড়িয়ে নির্বাসনে পাঠানো হয় সাইবেরিয়ার এক দুর্গম কারাগারে। সেখানে তার সাথে পরিচয় হয় তারই মত আরেকজন পলিটিকাল ভিকটিম Mister Smith (Ed Harris) যে কিনা আবার আমেরিকান। তার সাথেই পালানোর প্ল্যান করে সে। কয়েকদিনের মধ্যেই জুটে যায় আরও ক’জন রুশ কয়েদী। প্রচণ্ড এক তুষার ঝড়ের মধ্যে বেরিয়ে পড়ে তারা মুক্তির উদ্দেশ্যে। সঙ্গে রসদ বলতে কেবল সপ্তাহ দুয়েকের খাবার আর একটা ছুড়ি। মুক্তির জন্য পেরোতে হবে পাঁচশো কিলোমিটারের বেশি পথ, গন্তব্য বৈকাল হ্রদ পেরিয়ে মঙ্গোলিয়ান সীমান্ত, শেষমেশ ভারত। দুর্গম সাইবেরিয়ার দুর্গমতর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কাহিনী এটা। মুক্তির প্রতি মানুষের অদম্য টান যে কতটা তীব্র হতে পারে তাই দেখানো হয়েছে এখানে। রুশ ঔপন্যাসিক Slavomir Rawicz এর উপন্যাস ‘The Long Walk’ এর ওপর ভিত্তি করে ২০১১ সালে মুক্তি পাওয়া মুভিটির পরিচালক ছয়বারের অস্কার নমিনি Peter Weir. facebook page, The Way Back Official
Posted on: Fri, 07 Feb 2014 18:44:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015