Facebook ID নিরাপদ ও সুরক্ষিত - TopicsExpress



          

Facebook ID নিরাপদ ও সুরক্ষিত রাখার কিছু উপায়ঃ ১। কেউ যেন আপনাকে Photo Tag না করে সেদিকে খেয়াল রাখবেন। কেউ Photo Tag করলে তা Untag করে ফেলুন। ২। অপরিচিত বা সন্দেহযুক্ত কোন বন্ধুর দেয়া Link-এ প্রবেশ করবেন না। ৩। ইন্টারনেটে ঘরে বসে সহজে টাকা রোজগারের কোন Link-এ প্রবেশ করবেন না। ৪। ফ্রি Facebook ব্যবহারের প্রলোভন দেয়া কোন Link-এ প্রবেশ করবেন না। ৫। কাউকে Friend request পাঠালে তিনি তা Accept না করলে Message দিয়ে জানান। তাতে কাজ না হলে ২/৩ দিন অপেক্ষা করে নিজেই তা Cancel করুন। ৬। কেউ Friend request পাঠালে তা বিবেচনা করে Accept করুন। পছন্দ না হলে Delete করে দিন। ৭। দেশী-বিদেশী মেয়েদের Friend request গ্রহণ করবেন না। এগুলো Fake ID. আপনার বন্ধু তালিকায় এমন কেউ থাকলে তাকে Unfriend করুন। মনে রাখবেন, এরা ছদ্মবেশী শত্রু। যোগ পেলেই আপনার বিশাল ক্ষতি করে ছাড়বে। ৮। অপরিচিত বা সন্দেহযুক্ত কেউ অন্য কোন বন্ধুর ঠিকানা, অবস্থান বা মোবাইল নাম্বার চাইলে তা দেবেন না। ৯। Email Address এবং Password অন্য কাউকে দেবেন না। এগুলো ভালভাবে স্মরণ রাখুন। মনে রাখতে কষ্ট হলে এক টুকরো কাগজ, নোট বুক অথবা ডায়েরীতে লিখে লুকিয়ে রাখুন। Password- এ ইংরেজি অক্ষর ও নাম্বার মিলিয়ে ব্যবহার করুন। যেমনঃ ATM24682. ১০। সমস্যা হলে দক্ষ ও ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ নিন। ১১। অপরিচিত কোন এপ্স ব্যবহার করবেন না। যেমন-অটো লাইকের এপ্স। ১২। অটো-লাইক/কমেন্ট করার জন্য কোন লিংকে না জেনে প্রবেশ করবেন না। সবাইকে ধন্যবাদ!!!!!
Posted on: Sun, 09 Nov 2014 13:08:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015