Opt : আওয়ামী লীগ যে - TopicsExpress



          

Opt : আওয়ামী লীগ যে তত্বাবধায়ক দেবে না এটা নিশ্চিত। এবং তাদের অধীনে বিরোধী জোট যে নির্বাচনে যাবে না তাও নিশ্চিত। : তাহলে কী হবে? হাসিনার অধিনে পাতানো নির্বাচন হবে, আর বিরোধী দল চেয়ে চেয়ে দেখবে? : পাঁচ সিটি নির্বাচন যদি অনুষ্ঠিত না হতো, তাহলে হয়তো সেরকমই হতো। কিন্তু পাঁচ সিটিতে আওয়ামী লীগ হারার পর বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচন যে দেশে-বিদেশে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করবে, সেটা সহজেই বুঝতে পারছে আওয়ামী লীগ। তাই সেরকম পাতানো নির্বাচনও হচ্ছে না। : তাহলে? : একটা পাতানো ক্যূ হতে পারে। ক্যূ এর জন্য উপযুক্ত পরিবেশ হয়তো সৃষ্টি করবে আওয়ামী লীগ। কিংবা পরিবেশ-টরিবেশ কিছছু লাগবে না। মিশরের মতো ইস্যুবিহীন ক্যূ হবে। ক্যূ যারা করবে তারা আওয়ামী লীগের ফরে কাজ করবে কমপক্ষে দুই বছর। ততদিনে মানুষ আওয়ামী লীগের কুকীর্তি ভুলে যাবে। তারপর আবার ২০০৮ সাল স্টাইলে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। : আর্মি ক্ষমতায় থাকবে দুই বছর? : নাহ। কোন এক এলবারাদি সিংহাসনে বসবে। তার নেপথ্যে থাকবে আর্মি। : তাইলে এই হলো প্ল্যান? : জ্বি। এই হলো প্ল্যান।
Posted on: Sun, 07 Jul 2013 09:20:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015