Thank You Campaign - Day 3: সিয়াম ভাইয়ের - TopicsExpress



          

Thank You Campaign - Day 3: সিয়াম ভাইয়ের সাথে IUT তে থাকতে ওভাবে কখনও কথা হয়নি। উনি অন্য লেভেলের লোক, আমরা বদমাইশ টাইপ পোলাপান। উনার GRE ক্লাসে ভর্তি হয়ে কয়েকদিন ক্লাস করে ভয়ে ভেগেও গেছিলো আমাদের অনেকে। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবসে’ আমাদের কাজের আর দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া বাচ্চাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবেই হয়তো উনি আমাদের একজন founder কে knock করলেন। কোনও হাই-হ্যালো, কেমন আছো, তোমাকে অনেকদিন দেখি না, মনটা কেমন করছে – এসব কিছু না (যদিও IUT থেকে বের হওয়ার পর ৬ বছরে এই প্রথম ফেসবুকে কথা); সরাসরি বললেন যে, ‘আমরা অফিসিয়ালি HSA থেকে তোমাদের সাহায্য করতে চাই। weekend এ সময় হবে কথা বলার জন্য?’ কাজের মানুষ যে এ থেকেই বুঝা যায়। কারণ Higher Study Abroad (HSA) এর মতো একটা গ্রুপ যে নিজের হাতে গড়ে তুলেছে সে কাজের মানুষ না হয়ে যায় না। এছাড়া Orko - অর্কের Co-Founder ও সিয়াম ভাই। উনার মাধ্যমেই পরিচয় হয় ববি আপুর সাথে। নাসরিন জাহান ববি - HSA এর Chief Marketing Officer এবং Orko – অর্কের Co-Founder। কিন্তু এতটুকুতেই উনার পরিচয় সীমাবদ্ধ নয়। যারা তাকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছে তারা জানেন কতো হরেক গুণে গুণবতী এই মেয়ে। ফার্মেসী নিয়ে পড়াশুনা করলেও তার আছে চমৎকার ছবি আঁকার হাত আর সুন্দর গানের গলা। ছোটবেলা থেকেই জীবনের কঠিন বাস্তবতা তাকে মানসিকভাবে করেছে অনেক দৃঢ়। কিন্তু তাই বলে নিজের emotion কে বলি দেননি কখনও। মূলত এই দুইজনের প্রচেষ্টায় Light of Hope এবং HSA এখন অফিসিয়ালি collaborating partner. আমাদের প্রথম crowd funding campaign এর সময় HSA এর পক্ষ থেকে এবং এই দুইজনের পক্ষ থেকে আমরা বেশ সহায়তা পেয়েছি। শত ব্যস্ততার মাঝেও সিয়াম ভাই আর ববি আপু সময় বের করে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে বা ব্যক্তিগতভাবে নানাভাবে suggestion দিয়ে আমাদের সাহায্য করে যাচ্ছেন তা অনেকের কাছেই অজানা। আমরা এখন আমাদের পরবর্তী e-material গুলো কিভাবে develop করবো তা নিয়ে, volunteer সংগ্রহ, ও অন্যান্য organization এর সাথে এ ব্যাপারে collaboration ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি, খুব শীঘ্রই খুব ভালো একটা ঘোষণা আমরা আপনাদের দিতে পারবো এ ব্যাপারে। সিয়াম ভাই ও ববি আপু, জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন। আপনাদের ব্যক্তিগত goal আছে যেগুলো অর্জন করতে আপনাদের সামনে আরও challenge আসছে। তারপরও, ইয়ে... মানে বলছিলাম যে, আমরা limited কিছু মানুষদের membership দিচ্ছি... যারা ব্যক্তিগতভাবে আমাদের কাজের ব্যাপারে উৎসাহী ও long-term engagement এ থাকতে চায়... আপনাদের নাম মাথায় এসেছে। কি করি বলুন তো? :)
Posted on: Sun, 24 Aug 2014 14:40:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015