bdnews24 এই সংবাদ ভিত্তিক - TopicsExpress



          

bdnews24 এই সংবাদ ভিত্তিক ওয়েবসাইটটি সম্পর্কে একসময় আমার খুব ভাল ধারনা ছিল। হালনাগাদ খবর পাওয়ার জন্য বাংলাদেশের প্রায় সকল শিক্ষিত ব্যক্তিই এই ওয়েবসাইটটি Visit করে থাকেন। কিন্তু বর্তমানে কোন এক অদৃশ্য কারনে bdnews24 এই সংবাদ ভিত্তিক ওয়েবসাইটটি আমার পিছনে লেগেছে। আমি কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হবার পর এই bdnews24 আমার ফেইসবুক Status নিয়ে পরপর ৩ টি প্রতিবেদন ছাপিয়েছে তাও আবার তাদের শীর্ষ খবর এই অপশনে। কালকে রাতে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার ও ৪ টি ব্লগের মডারেটরদের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, RAB ও পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষন করে আমি যেই ফেইসবুক Status টি দিয়েছিলাম সেটার ব্যাপারে আজকে bdnews24 “ব্লগার হত্যার উস্কানি ফারাবীর” এই শিরোনামে একটি খবর ছাপিয়েছে। আপনারা এই লিংক bangla.bdnews24/bangladesh/article668321.bdnews এ গেলে আমাকে নিয়ে আজকের bdnews24 এর প্রতিবেদনটি পড়তে পারবেন। আবার বৃহস্পতিবার সকাল বেলা থাবা বাবা ওরফে রাজীব হত্যাকান্ডে অভিযুক্ত নর্থসাউথের ৫ জন ছাত্রের মুক্তি চেয়ে যে ছবিটা আমি শেয়ার করেছিলাম সেটা নিয়ে গতকাল bdnews24 “রাজীব হত্যা হেফাজতের সূচনা: ফারাবী” এই শিরোনামে একটি খবর ছাপিয়েছিল। আপনারা এই লিংক bangla.bdnews24/bangladesh/article668053.bdnews এ গেলে আমাকে নিয়ে ৫ তারিখে bdnews24 এর প্রতিবেদনটি পড়তে পারবেন। আর ২৬ আগষ্ট আমার ঢাকার জর্জ কোর্টে হাজিরা দেয়ার পর নাস্তিকদের পোকামাকড় উল্লেখ করে আমি যেই ফেইসবুক Status টা দিয়েছিলাম সেটা নিয়ে bdnews24 26 আগষ্টে ‘‘সেই ফারাবী আবার’’ শিরোনামে তাদের শীর্ষ খবরে আমাকে নিয়ে News ছাপিয়েছিল। আপনারা এই লিংক bangla.bdnews24/bangladesh/article664076.bdnews এ গেলে আমাকে নিয়ে ২৬ আগষ্ট তারিখে bdnews24 এর প্রতিবেদনটি পড়তে পারবেন। অবস্থা এখন এরকম দাঁড়িয়েছে যে আমাকে আবার কাশিমপুর কারাগারের ভাত না খাওয়ানো পর্যন্ত bdnews24 শান্তি পাচ্ছে না। আপনারা হয়ত অনেকেই জানেন যে bdnews24 এর একটি বাংলা ব্লগ আছে। আমি সেই ব্লগের একদম শুরু থেকেই সেইখানে লেখালেখি করতাম। আমি মুলত ইসলাম বিষয়ক বিভিন্ন ব্লগ bdnews24 এর ব্লগে লিখতাম। তো একদিন দেখি আমাকে তারা তাদের ব্লগ থেকে ব্যান করে দিয়েছে ধর্ম নিয়ে বেশী লেখালেখির কারনে। তাদের কথা হল এই ব্লগে খালি সিটিজেন জার্নালিজম নিয়ে লেখা যাবে। কিন্তু bdnews24 এর ব্লগে কিন্তু গত রমযান মাসে রোযার অপকারিতা শিরোনামে অনেক আজগুবি তথ্য দিয়ে ইসলাম বিদ্বেষী অনেক ব্লগ ছাপানো হয়েছিল। ইসলাম ধর্ম নিয়ে বেশী লিখলে bdnews24 ব্যান করে দেয় আর ইসলাম বিদ্বেষী ব্লগগুলি bdnews24 দিনের পর দিন সংরক্ষিত করে রাখে। আমার উপর bdnews24 এর রাগ হল তারা আমাকে একটানা ৬ মাস জেল খাটাইছে, জেল খানার ভিতরে আমাকে ডান্ডাবেড়ি পড়াইছে তাও কোন সাহসে আমি জেল থেকে বের হবার পর আবার নাস্তিকদের বিরুদ্ধে লেখি। আমি bdnews24 কে বলে দিতে চাই আমাকে যদি হত্যা করার হুমকিও দেয়া হয় তাও আমি নাস্তিকদের বিরুদ্ধে লিখে যাব। bdnews24 এর প্রশ্ন হল আমি কেন বারবার থাবা বাবা ওরফে রাজীব হত্যাকান্ডে অভিযুক্ত নর্থসাউথের ৫ জন ছাত্রের মুক্তি চাচ্ছি। আপনারা জানেন যে আজকে ফেলানী হত্যার রায় দিয়েছে। ফেলানীকে হত্যাকারী BSF এর কনস্টেবল অমিয় ঘোষ কে ভারতের আদালত হাজার তথ্য প্রমান, সাক্ষী থাকা স্বত্বেও বেকসুর খালাস দিয়েছে। কিন্তু সূর্য চন্দ্র যেমন সত্য ঠিক তেমনি বিনা অপরাধে ভারতের BSF বাহিনী ফেলানী কে হত্যা করেছিল এটাও সত্য। ভারত সরকার যদি হাজার প্রমান থাকা স্বত্বেও অমিয় ঘোষ কে বেকসুর খালাস দিতে পারে তাইলে বাংলাদেশ সরকার কেন আরেক ভারতের এজেন্ট থাবা বাবার হত্যাকান্ডে অভিযুক্ত নর্থসাউথের ৬ জন ছাত্রের জামিন দিবে না। থাবা বাবা যে ভারত সরকারের টাকা খেয়েই বাংলাদেশে বসে বিলাস বহুল জীবন যাপন করত, অনলাইন জগতে অন্য কোন ধর্ম না শুধুমাত্র দ্বীন ইসলাম নিয়ে কুৎসা রচনা করত এটা তো এখন বাংলাদেশের সবাই জানে। তাইলে আমাদের বাংলাদেশিদের কেন এক ভারতের এজেন্ট থাবা বাবার প্রতি দরদ উথলাইয়া উঠবে, যেই থাবা বাবা দিনের পর দিন অনলাইন জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ করে গেছে। আর তাছাড়া জামিন পাওয়া তো একজন বাংলাদেশী নাগরিকের মৌলিক অধিকার। জেলখানায় আমি এরকম অনেক হত্যা মামলার আসামী দেখেছি যে মাত্র ৩ মাসেই জর্জকোর্ট থেকে জামিন পেয়ে যায় আর সেইখানে আজ অনিক দ্বীপ রুম্মান নাফিস ইরাদ রা প্রায় ৭ মাস ধরে জেলে। আর তাছাড়া তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের একাডেমিক পড়াশোনা আছে সেই বিবেচনায় তারা তো জামিন পেতেই পারে। আর বাংলাদেশে তো প্রতিদিনই অনেক হত্যাকান্ড হয় আর বিভিন্ন হত্যা মামলার আসামীরা প্রতিদিনই কেউ না কেউ কোর্ট থেকে জামিন পাচ্ছে তাই অনিক দ্বীপ রুম্মান নাফিস ইরাদদের জামিন দিলে তো আর সংবিধান অশুদ্ধ হয়ে যাবে না।
Posted on: Fri, 06 Sep 2013 15:33:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015