♦plz like This Educational & Exclusive Job page♦ Job - TopicsExpress



          

♦plz like This Educational & Exclusive Job page♦ Job Preparation - জব প্রিপারেশন দৈনন্দিন বিজ্ঞান:- ► পারমানবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235- U238) ► পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল ► মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড ► লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড ► আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ-এ। ► পৃথিবীতে হাতী হচ্ছে একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারেনা! ► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না? – মধু। ► ভিটামিন ‘এ’ এর অপর নাম কি? – রেটিনল। ► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস) ► CNG-এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস) ► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস) ► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস) ► ভিওআইপি কী? – ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল। ► মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? – ২৩ জোড়া। ► পানির গভীরতা মাপার একক – ফ্যাদম। ► উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় – ফ্যাটি এসিড ও গ্লিসারল। ► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় – বায়বীয় পদার্থ ► লেজার রশ্মি যে আবিষ্কার করেন – মাইম্যান ১৯৬০ সালে। ►জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায়। ►জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় – ৬ ঘন্টা ১৩ মিনিট। Job Preparation - জব প্রিপারেশন
Posted on: Fri, 24 Oct 2014 15:31:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015