অনেক রাত পর্যন্ত পড়ে - TopicsExpress



          

অনেক রাত পর্যন্ত পড়ে মাত্র ঘুমাইতে যাচ্ছিলাম ৷ তখনি ফোন বেজে উঠল। ফোনের ওই পাশ থেকে এক ককিলা কণ্ঠস্বর। আমার কাছে ব্যাপারটা অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ উঠার মতই। আমিঃ হ্যালো কে বলছিলেন? আমি প্রিতি(ছদ্দনাম) আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমিঃ ঠিক মত পরিচয় না দিলে কিভাবে কথা বলি? প্রিতিঃ আসলে আমার বাড়ি আপনার গ্রামের বাড়ির আশেপাশেই। অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি। আমি আপনাকে গ্রামে দেখেছি কিন্তু কখনো কথা বলার সাহস পাই নি।( মনে ভাবতাছি হায় আল্লাহ কেছ কি, মাইয়া আমারে লাপ করে নি) আমিঃ কিন্তু আজ কিভাবে এই মধ্য রাতে ফোন দেওয়ার সাহস পেলেন। প্রিতিঃ আসলে আমার কোন উপায় ছিল না। (এইবার ভাবলাম নেও কাম সারছে মাইয়ার মনে কয় বিয়া ঠিক হইছে আমারে এখন বিপদে ফালাইব) আমিঃ আচ্ছা বলেন কি করতে পারি? প্রিতিঃ বলব তবে আমাকে কথা দিতে হবে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আমিঃ ভাল কিছু হলে অবশ্যই ফিরিয়ে দেব না। (এইবার মন আমার বাক বাকুম পায়রা ভাবতাছি ,কাল কেই মনে কয় রিলেসনশিপ স্টাটাস আমার চেঞ্জ হইব) প্রিতিঃ আসলে আপনার কাছে একটা জিনিশি আমি চাই, শুধু মাত্র একটা জিনিসি চাই, আমিঃ আচ্ছা বলেন,(বুকে হাত দিয়া দেখি সেকেন্ডে তিনবার হার্ট বিট হইতাছে)। হবেই না কেন হয়ত পৃথিবীর সব থাইকা সুন্দর কথাকান আমি শুনতে যাইতাছি। প্রিতিঃ জীবনে আর আমার কিছুই চাওয়ার নাই, যদি এইবার এই্টা পাই।আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। (মেয়েটা কেদে ফেলছে) আমিঃ আমি আবেগ আপ্লুত হয়ে বললাম। আচ্ছা বলেন। প্রিতিঃ আমি জানি আপনারা ঢাকার ছেলেমেয়ে অনেক বেশি স্মার্ট, হয়ত আমার দিকে ফিরিয়েও তাকাবেন না আমি জানি।তবুও আমি নিরুপায়, আমার কিছুই করার নেই। আমিঃ প্লিজ বলেন, আমি শুনব। প্রিতিঃ আপনার কাছে থাকা, আপনার কাছে থাকা- HSC এর কোন হট সাজেসন দেন প্লিজ আমাকে!!!!!!!!!!!!! ।না হইলে আমি এইবার ২য় বারের জন্য ফেল মারব। আমিঃ ফোনের এইপাশে আমি হার্ট এটাক করছি। মোরালঃ কখনই এক লাইন বেশি বুঝা ভাল নহে৷ by- জুবায়ের দিদার
Posted on: Sun, 04 Aug 2013 21:27:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015