আজকে যে স্ট্যাটাসটা - TopicsExpress



          

আজকে যে স্ট্যাটাসটা দিচ্ছি, সেটা একটা শিক্ষনীয় বিষয়........ ১| lieutenant একটা ইংরেজি শব্দ যেটাকে মনে রাখার উপায়, lie u ten ant মিথ্যা তুমি দশ পিঁপড়া ২| a1 এমণ একটা ইংরেজি শব্দ , যেটার মাঝে সংখ্যা আছে | ৩| rhythm, by, my, sky এই শব্দগুলোর মধ্যে কোন vowel নেই | ৪| mozambique একটি দেশের নাম, যেটার মাঝে সবগুলো vowel আছে | ৫| সবগুলো vowel আছে এমণ আরো কিছু শব্দ, education, favourite. ৬| abstemious, facetious এই শব্দগুলোতে সবগুলো vowel আছে, কিন্তু সেগুলো ক্রমানুসারে a, e, i, o, u. ৭| uncomplimentary এমণই একটা শব্দ যেটার মাঝে সবগুলো vowelই আছে, কিন্তু সেগুলো উল্টাক্রমে, u, o, i, e, a. ৮| vowel যুক্ত দুটো শব্দ.. a, i. ৯| study, hijak, nope, deft এই শব্দগুলোতে ১ম তিনটি অক্ষর পর্যায়ক্রমে আছে | যেমন, stu dy, hij ak, nop e, def t. ১০| পরীক্ষায় কেউ ৮০ পেলে , তাকে letter বলে | কারণ, l = 12 e = 5 t = 20 t = 20 e = 5 r = 18 letter = (12+5+20+20+5+18) = 80. written by cbs
Posted on: Sat, 22 Nov 2014 07:01:46 +0000

Trending Topics




© 2015