আমেরিকার CBS চ্যানেলে - TopicsExpress



          

আমেরিকার CBS চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের ১৪ মিনিটের একটা ছোট্ট ক্লিপ এটা। অনেকেই জানেন ব্রিটেনের আনজেম চৌধুরী একজন জিহাদী ইসলামিস্ট। সে নিজে যুদ্ধ করে না কিন্তু হাজারো ব্রিটিশ মুসলিমকে উদ্বুদ্ধ করছে জিহাদী হওয়ার জন্য। ব্রিটেনের ধর্মনিরপেক্ষ আইন তার বালের একটা আগাও ছিঁড়তে পারছে না এখন পর্যন্ত। CBS এর রিপোর্টার ক্লারিসা ওয়ার্ড আনজেম চৌধুরীর সাগরেদ, হিন্দু ধর্ম থেকে কনভার্টেড আবু রুমাইসার সাথে কিছুক্ষণ আলাপ করেন। সেই কথপোকথনের মাত্র এক মিনিট (৫ঃ০৯ মিনিট থেকে ৫ঃ৫৭ মিনিট পর্যন্ত) আপনাদের উদ্দেশ্যে পেশ করলাম। আমার উদ্দেশ্য শুধু এটুকু দেখানো যে ইসলাম মানুষকে কিভাবে ব্রেইনওয়াস্ড পশুতে পরিণত করে। এই কনভার্সেশনের ইংরেজী এবং বাংলা অনুবাদ দু’টোই দিলাম। অনুবাদ চমৎকার না হলে মাফ করে দিবেন নিজ দায়িত্বে। ইংলিশঃ (5:09- 5:57) Abu Rumaysah: We want Islam, we want Islam to dominate the world. Reporter: Talking to Rumaysah, you come face-to-face with a version of Islam that wipes out every other aspect of a person’s identity. He is a convert from Hinduism but his new beliefs bar even the most basic human feelings towards his mother and other family members who didn’t convert. Abu Rumaysah: I don’t love them as I’m a Muslim but I desire for them to become Muslims and embrace Islam. Reporter: But (do) you love her as your mother? Abu Rumaysah: She is my mother and she has rights over me. So I’ve to take care of her, I’ve to look after her. I’ve to make sure that she is protected and secured. So I fulfill my obligations. Reporter: But do you feel love for her? Abu Rumaysah: It’s not allowed for me to love non-Muslims. So that’s something that’s a matter of faith. বাংলা অনুবাদঃ আবু রুমাইসাঃ দুনিয়াতে আধিপত্য করার জন্য আমরা ইসলাম চাই। রিপোর্টারঃ আবু রুমাইসার সাথে কথা বলে আপনি ইসলামের এমন একটি ভার্সনের মুখোমুখি হবেন যা একজন মানুষের অন্য যে কোন পরিচয় মুছে দেয়। তিনি (আবু রুমাইসা) হিন্দু ধর্ম থেকে কনভার্টেড মুসলিম কিন্তু তার নতুন বিশ্বাস তার মা এবং পরিবারের অন্য সদস্যরা যারা ইসলামে কনভার্ট হননি তাদের প্রতি মৌলিক মানবিক অনুভুতি প্রকাশেও বাধা দেয়। আবু রুমাইসাঃ আমি তাদেরকে (পরিবার) ভালবাসি না কারণ আমি মুসলমান কিন্তু আমি চাই যেন তারা মুসলমান হয়ে যান এবং ইসলাম গ্রহণ করেন। রিপোর্টারঃ কিন্তু আপনি তাকে আপনার মা হিসেবে ভালবাসেন? আবু রুমাইসাঃ তিনি আমার মা এবং আমার উপর তার অধিকার আছে। তাই আমাকে তার যত্ন নিতে হবে, দেখাশুনা করতে হবে। আমাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই আমি আমার দায়িত্বগুলো পালন করি। রিপোর্টারঃ কিন্তু আপনি কি আপনার মার প্রতি ভালবাসা অনুভব করেন? আবু রুমাইসাঃ ইসলাম আমাকে কোন অমুসলিমকে ভালবাসাতে অনুমতি দেয়নি। এটা আসলে একটা ধর্মীয় ব্যাপার। উপসংহারঃ তাকে ঘৃণা করার আগে ইসলামকে জানুন। সে নিজে নিজে পশু হয়নি, তাকে পশু বানিয়েছে ইসলাম। কিন্তু ইসলামে বা কোরানে পাশবিক আয়াত থাকলেই আমাকে পশু হতে হবে কেন? আমার মধ্যে কি সামান্য বোধ-বিবেচনা থাকবে না? তাই ইসলাম আসল কালপ্রিট হতে পারে, তবে আবু রুমাইসার মত পশুগুলোও কম দায়ী না সেজন্য। https://youtube/watch?v=rXVkXGtHzuM
Posted on: Mon, 03 Nov 2014 09:48:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015