আমার চাকুরিকালিন সময়ে - TopicsExpress



          

আমার চাকুরিকালিন সময়ে বসদের ঝাড়ি বা বানি :/ : ★ ” আমরা অনেক চেষ্টা করতেছি অফিস টাইম ১২টা হতে শুরু করার ! আপ্নার জন্য খুব ভালো হবে কি বলেন ? তখন আর অফিস লেইট হবে না ” ★ ” আপ্নি নাকি সকলের কাছে বলে বেড়ান ? যে আমার কাছে একটা সাদা কাগজ নিয়া গেলেও সেইটার মইধ্যে আমি ১০০ টা বানান ভুল বের করি ? “ ★ “ আপ্নি নাকি কলেজের প্রিন্সিপলের লাঞ্চ খেয়ে ফেলতেন ? জানেন ? ইদানিং আমারও লাঞ্চ কে জানি খেয়ে ফেলে ! “ ★ “ একটা বিষয় লক্ষ্য করেছি ! যেদিন আপ্নি অফিস কামাই করেন সেদিন আর অফিসের টিএন্ডটি ফোন দিয়ে আমাকে কেউ মিস কল দিয়ে বিরক্ত করে না !” ★ “ আপ্নার যদি গলায় টাই পরে অফিস করতে খারাপ লাগে তাহলে টাই পরার দরকার নেই ! অযথা ছাগলের গলায় টাই এমন স্কেচ এঁকে শৈল্পিক প্রতিবাদ করার দরকার নেই “ ★ “ অফিসের সবাইকে কম্পিউটারে লুকাইয়া গেম্স খেলায় উৎসাহীত করছে কে ? “ ★ “ আমি আপ্নার আব্বার সাথে কথা বলে জেনেছি আপ্নার কোন জমজ ভাই নাই আর কোনদিন ছিলোও না ! এবং এতোদিন যাকে বিভিন্য যায়গায় আড্ডা দিতে দেখছি ওটা আপ্নিই ছিলেন , আপ্নি অসুস্থ্যতার ভান করে অফিস কামাই করছেন “ ★ “ অফিসিয়াল মিটিং এ স্পিচ দেয়ার সময় ভাইসব,অফিসবাসী,শোষন, রাজপথ,এসব শব্দ পরিহার করবেন ! আর স্পিচ শেষ করার সময় বাংলাদেশ জিন্দাবাদ , জ্বয় বাংলা এগুলো না বললেও চলবে । আর খুব সম্ভবত আপ্নি ইচ্ছে করেই এগুলো করেন , এখন থেকে আপ্নার আর মিটিং এ কিছু বলার দরকার নাই “ #নব্য_চাকুরি_প্রাপ্তদের_উৎসর্গে
Posted on: Thu, 31 Oct 2013 18:19:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015