আমার পছন্দের ১০ লেখকের - TopicsExpress



          

আমার পছন্দের ১০ লেখকের বইয়ের কথা জানালাম ---যদিও অনেক লেখক ও তাঁদের সাহিত্য কর্ম তালিকায় দেয়া যেতো ।আসলে যারা পড়তে ভালোবাসেন , তাদের পছন্দের তালিকা অনেক দীর্ঘ হয় , কিছু নম্বরে তা বেঁধে ফেলা কষ্টকর । ১। রবীন্দ্রনাথ ঠাকুর------ গল্পগুচ্ছ , গীতবিতান ( রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব ধরনের লেখা আমার ভাল লাগে, তবে ছোট গল্প আর গান অসাধারন লাগে ) ২। বিমল মিত্র -----কড়ি দিয়ে কিনলাম, ( বিমল মিত্রের বড় উপন্যাসগুলো যেন এক একটা ইতিহাস , তবে কড়ি দিয়ে কিনলাম পড়ে কিছুদিন একধরনের শূন্যতা অনুভব করেছি ) ৩। মানিক বন্দ্যোপাধ্যায় ----- দিবারাত্রীর কাব্য ,পুতুল নাচের ইতিকথা ( মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটোগল্প ও উপন্যাস খুবই পছন্দের , বাংলাভাষায় তার মত করে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে সাহিত্য রচনা খূব কম সাহিত্যিকই করেছেন ) ৪। জীবনানন্দ দাশ ----সব কবিতা ( জীবনানন্দের কবিটা মানেই বিশেষ কিছু --- আমার নিঃসঙ্গ সময়ের সঙ্গী , মাঝে মাঝে মনে হয় – তিনি যদি না জন্মাতেন বা কবিতা না লিখতেন , বাংলা কবিতায় একটা বড়ো অপূর্ণতা থেকে যেত ) ৫। সৈয়দ মুজতবা আলী – শবনম ( অসাধারণ এক লেখক , আফগান সমাজের পটভূমিতে লেখা এ প্রেমের উপন্যাসটি পড়ে কেমন যেন লেগেছিল ) ৬।হুমায়ুন আহমেদ -----জোছনা ও জননীর গল্প , নির্বাসন , মেঘ বলেছে যাব যাব ( হূমায়ূন আহমেদের লেখা আমার খূব ভালো লাগে । পছন্দের তালিকায় আরও অনেক বই আছে ) ৭। আহমেদ সফা --- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, যদ্যপি আমার গুরু (আহমেদ সফা অনেক শক্তিশালী লেখক ।তার পড়া সব লেখাই ভালো লেগেছে ) ৮। শীর্ষেন্দু মুখোপাধ্যায় --- মানবজমিন ,বিকেলের মৃত্যু , দূরবীন ( প্রিয় লেখকের অনেক বই ই প্রিয় ) ৯।সমরেশ মজুমদার -- কালবেলা ১০। সঞ্জীব চট্টোপাধ্যায় ---- লোটাকম্বল ১১। The alchemist -- Poulo Coelho ( দার্শনিক লেখা ----মনে দাগ কেটেছে ) ১২। The last days of Pompeii ---- Edward Bulwer -Lytton ১৩। 20,000 leagues under the sea ---- Jules Verne ( Jules Verne অনেক পছন্দের লেখক )
Posted on: Mon, 01 Sep 2014 21:52:14 +0000

Recently Viewed Topics




© 2015