আমার বড় হওয়া ছোট্ট - TopicsExpress



          

আমার বড় হওয়া ছোট্ট ফরিদপুর শহরে, বেড়ে ওঠার সময়টাতে শহরে কোন বড় বিল্ডিং ছিল না, বাসা বাড়ি তো তিনতলাই অনেক,চারতলা দুই একটা... একবার ঈদের দিনে পুলিশ লাইনের ছয়তলায় চুপি চুপি উঠে পুরো শহরটা মনে হয়েছিল পায়ের নিচে, যেন প্লেন থেকে পাখির চোখে দেখা বিশাল সবুজ আমাজন এই শহরে প্রথম আটতলা বিল্ডিং এর পর সেটা একটা গল্প করার মত বিষয় ছিল, কুস্টিয়া থেকে খালাম্মা আসলে আমরা গল্প করতাম খালাত ভাইয়ের কাছে যে, জানো ফরিদপুরে আটতলা বিল্ডিং আছে? ভাইয়া গল্প করত আররে ধুর আমাদের কুস্টিয়ায় দশতলা লাভলী টাওয়ার আছে.... পুরো ব্যাপার টা এমন ছিল একটা ব্যক্তিমালিকানাধীন বিল্ডিং পুরো শহরের... শহরের সবাই কত আপন,সবাই সবার চেনা,কি অদ্ভুত ছিল বেচে থাকা.... যা হোক মূল কথা সেটা না, এই অসংখ্য তিন চারতলা বাড়ির সবচেয়ে আকর্ষনীয় ব্যাপারটা ছিল এক টুকরো ছাদ, ছাদের এক পাশে হয়তো বিল্ডিং এর পাশের প্রবীন কোন আমগাছের ছায়া, তার নিচে হাল্কা শ্যাওলা শ্যাওলা... কিছু ছাদে টব,ফুলগাছ... বসার জায়গা এই ছাদগুলো ঘিরে একটা চমতকার বৈকালিক সংস্কৃতি ছিল, মেয়েরা ছাদে উঠে ঘুরে বেড়াত, কুতকুত খেলত, বাচ্চারা বরফপানি,ছোয়াছুয়ি... মায়েরা মাথায় তেল দিতে বসত,উকুন মারত এর ওর... ছেলেরা পাশের বাড়ির আম চুরির ফন্দি ফিকির কিংবা অন্য ছাদের পরিচিত কোন সমবয়সী মেয়েটির চোখে পড়ার চেস্টা... সব মিলিয়ে এক একটি বাড়ির ছাদ যেন অনেকগুলো স্মৃতি আর গল্পের বই... আজ অনেকবছর হল সেই ছাদ সংস্কৃতি আর নেই,বিকেলে কোচিং, মোটরসাইকেল আর রেস্তোরাঁ আমাদের দখল করে নিয়েছে, আর না নিলেও কি রিয়েল এস্টেট যুগে ছাদ ও কর্পোরেট হয়ে গেছে কিংবা তা শুধুই বাড়িওয়ালার.... ছাদে আচার শুকানোর দিন নেই,প্রথম প্রেমের গল্প গুলোও আজ ছাদ ছেড়ে ফাকা ফ্লাটে... আমাদের বেড়ে ওঠার গল্প আমাদের ছেলেমেয়েরা আসতে আসতে রুপকথা হয়ে যাবে এত দ্রুত ভাবিনি সত্যিই... ভাল থাকুক পরের প্রজন্ম, হয়ত ওরা বড় হতে হতে ওদের ও মনে হবে যে ওরাই বেস্ট সময় পার করল.....
Posted on: Thu, 16 Oct 2014 16:38:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015