আরে সম্মান বোধ!!! ভাই - TopicsExpress



          

আরে সম্মান বোধ!!! ভাই স্যরি!! আপনারা ডাক্তার হলে আমাদের কম্পাউন্ডার রেখে দিয়েন। আমাদের ঘটে মেধা নেই। আমরা পড়ে পাস করি না। সরকারী মেডিকেলে পড়া স্যারগন আমাদের জনপ্রতি পাচ টাকা হারে নিয়ে পাস করিয়ে দেন। আরে ভাই আমরা মানুষ নাকি?? বাপের ষোল লাখ টাকা খরচ করে কম্পাউন্ডার হবার জন্যে ভর্তি হয়েছি। সরকারিতে চান্স পাইনি তাই। মাঝে মাঝে যখন হতাশায় ভুগি তখন সরকারীর কিছু ভাই মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্তনা দেন; শক্তি যোগান। যখনই এই শক্তি নিয়ে পড়ার টেবিলে যাই; পড়ি তখনই শুনি আমরা নাকি টাকা দিয়ে পাস করি!!! আমি নিজে ফার্স্ট প্রফে বসতে পারিনি; জানেন?? কিন্তু আমার মনে হয় আমার বাবার যথেষ্ট. টাকা আছে যা দিয়ে আমাকে উনি প্রফে বসবার সুযোগ কিংবা আপনাদের ভাষ্যমতে পাস করিয়ে দিতে পারেন। সারাজীবন ভালো জায়গায় ছিলাম। বড় স্কুলে পড়েছি; কলেজটাও নেহায়েত খারাপ ছিলো না। মেডিকেলে পড়বার স্বপ্ন ছিলো; তাই অন্য কোন জায়গা থেকে ফরম পর্যন্ত কিনিনি। কিন্তু চান্স পাইনি জানেন??? আমার দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমার মধ্যবিত্ত বাবা জমি বেচা টাকা দিয়ে বেসরকারী মেডিকেলে ভর্তি করিয়েছিলেন আমাকে। এখন বুঝি; সব ভুল ছিলো। মণিপুর স্কুলের মাটিতে বড় হওয়া আমার উচিত ছিলো গ্রামে গিয়ে হাল চাষ করা। অন্তত আমার পরম শ্রদ্ধেয় সরকারীর কিছু ভাই বোনকে দেখে তাই মনে হলো। এই সব কারনে ভাই আমি ক্লান্ত হতাশ। পড়ালেখার সাথে যোগাযোগ করতে ভালোলাগেনা। যদিও আমাদের মেডিকেল থেকে প্লেস ও করে পোলাপান। হুমম। সবই টাকার জোরে; তাইনা ভাইজান?? আমার অনেক বন্ধু আছে; জাতীয় ভার্সিটিতে পড়ে। তাদের আমি যে সম্মানটা করি; সরকারীতে পড়ে আপনাদের অনেকেই আমাদের সেই সম্মানটুকুও করেননা। মুখে যা আসে তাই বলেন। কেনো ভাই?? এই রয়্যাল প্রফেশনে কেনো করেন এইগুলা?? ভালো না লাগলে একটু চুপ থাকতে পারেননা?? আপনার কথায় আপনার উপকার তো হয় না; বরং আমার মত হতাশ কজনের হতাশা বাড়াতে বেশ ভালো মেডিসিনের মতো কাজ করে। ভর্তি পরীক্ষায় আমার চাইতে চারটি বা পাচটি নম্বর বেশী পেয়ে আমাকে এইভাবে অপমান করার অধিকার আছেকি আপনার?? লেখা- Congenital Pagla
Posted on: Thu, 21 Nov 2013 07:20:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015