আল্লাহু আকবার! - TopicsExpress



          

আল্লাহু আকবার! আল্লাহু আকবার!! কুরআনের কাছে বিশ্ব ইতিহাসে সাড়া জাগানো ডারউইনের মতবাদ ভুল প্রমাণিত হয়েছে। ডারউইনের মতবাদ অনুযায়ী বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এই মতবাদ অনুসারে মানবজাতির পূর্বপুরুষ বিশ্বের বিভিন্ন স্থানে, বিভন্ন সময় বিচ্ছিন্নভাবে আবির্ভূত হয়। ডারউইনের এই মতবাদ এতদিন বৈজ্ঞানিক সত্য হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান হতো। কিন্তু সম্প্রতি জর্জিয়ার দামিনিসে প্রাপ্ত ১৮ লাখ বছরের পুরান একটা মাথার খুলির উপর গবেষণা করে জানা গেছে যে আমাদের আদি পুরুষ ও আদি মাতা একজনই। সায়েন্স সাময়িকীতে এটা প্রকাশিত হয়েছে। গবেষক রেবেকা ক্যান এশিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে ১৪৭ জন মহিলার গর্ভফুল বাচ্চা হবার সময় সংগ্রহ করেন। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে এমন এক ধরণের ডিএনএ বের করেন যা শুধু মা থেকে উত্তরাধিকার সূত্রে আসে। এই ডিএনএ বিশ্লেষণ করে তিনি লক্ষ করেন যে এক মা থেকে সমগ্র মানবজাতির উৎপত্তি। আবার মানব কোষের Y ক্রোমোজোম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় যে মানুষের আদি পিতাও মাত্র একজন। আজকের দুনিয়ায় যত পুরুষ আছে তাদের সবার Y ক্রোমোজোম এসেছে মাত্র একজন পুরুষ থেকে। এর থেকে প্রমাণ হয় মানুষের সৃষ্টি কেবল একজন পুরুষ ও একজন নারী থেকে। অর্থাৎ মানুষের সৃষ্টি হযরত আদম (আঃ) ও বিবি হাওয়া থেকে, বানর থেকে নয়। কুরআনে এ বিষয়ে আল্লাহ্ বলেন হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি একজন থেকে তোমাদের সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুইজন থেকে বহু নর- নারী ছড়িয়ে দিয়েছেন। সুরা নিসা-১ এতদিন আধুনিক ও প্রগতিশীল দাবীদার সেকুলাররা ডারউইনের বানর তত্ত্ব দিয়ে কুরআনকে ভুল প্রমাণের চেষ্টা করত। কিন্তু আধুনিক বিজ্ঞান তাদের মুখে কালি মেখে দিয়েছে । দুনিয়া যতই আধুনিক হবে, কোরআন বুঝাও ততই সহজে বুঝা সম্ভব হবে। মরু ভাস্কর লিংক: ডেইলি মেইল [ব্রিটেন] dailymail.co.uk/sciencetech/article-2465171/Does-skull-rewrite-history-mankind-1-8-million-year-old-remains-suggest-human-ancestors-belonged-SAME-species-just-looked-different.html সিএনএন [মার্কিন যুক্তরাষ্ট্র] cnn/2013/10/17/world/europe/ancient-skull-human-evolution/ CITED BY: #বাতাস
Posted on: Fri, 29 Aug 2014 03:47:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015