ইংরেজিতে কথাবার্তায় ২/১ - TopicsExpress



          

ইংরেজিতে কথাবার্তায় ২/১ টা প্রবাদবাক্য ব্যবহার করতে পারলে মন্দ হয় না,কি বলেন আপনারা?? দেখুনতো নীচের প্রবাদবাক্যেগুল ো আপনার জানা আছে নাকি-- স্থির না হলে উন্নতি হয় না। =A rolling stone gathers no mass. ঘষতে ঘষতে পাথর্ও ক্ষয় হয়। =Constant dripping wears out the stone. মরণকালে ঔষুধ নাই। =Death defies doctors. আপন গায়ে কুকুর রাজা। =Every dog is a lion at home. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। =Extravagant hopes lead to complete disappointment. অধিক মাখামাখিতে মান নষ্ট হয়। =Familiarity breeds contempt. মিষ্টি কথায় চিড়ে ভিজে না। =Fine words butter no parsnips. Nasir Ahmed
Posted on: Sun, 31 Aug 2014 07:11:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015