একটি ছোট্ট মেয়ে এবং তার - TopicsExpress



          

একটি ছোট্ট মেয়ে এবং তার বাবা একটি ব্রিজ পার হচ্ছিল । মেয়েটি যেন ভয় না পায় সেইজন্য বাবা বললেন , সোনামণি, আমার হাত শক্ত করে ধরো যেন তুমি পানিতে না পড়ে যাও । মেয়েটি বলল , না আব্বু, তুমি আমার হাত ধরো । ... বাবা অবাক হয়ে বললেন , দুটোর মধ্যে পার্থক্য কি ? মেয়েটি বলল , অনেক পার্থক্য আছে । আমি যদি তোমার হাত ধরি, তাহলে আমার যদি কিছু হয়, তাহলে আমার হাত ছুটে যাবার সম্ভাবনা আছে । কিন্তু তুমি যদি আমার হাত ধরো, তাহলে যত কিছুই হোক না কেন, আমি জানি কোন অবস্থাতেই তুমি আমার হাত ছাড়বেনা। In any relationship, the essence of trust is not in its bind, but in its bond. So hold the hand of the person whom you love rather than expecting them to hold yours. ● একমত হলে লাইক দিন...:
Posted on: Fri, 08 Nov 2013 18:54:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015