এসএসসি (SSC) পরীক্ষার রুটিন - TopicsExpress



          

এসএসসি (SSC) পরীক্ষার রুটিন ২০১৫ঃ- *************************************** পরবর্তী সময় সহজে খুজে পেতে আপনার Timeline এ শেয়ার করে রাখুন √√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√ #২রা ফেব্রুয়ারী (সোমবার) – বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১), সহজ বাংলা ১ম পত্র (১০৩), বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র (১০৫)। #৪ঠা ফেব্রুয়ারী (বুধবার) - বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২), সহজ বাংলা ২য় পত্র (১০৪), বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ২য় পত্র (১০৬)। #৮ই ফেব্রুয়ারী (রোববার) – ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র (১০৭)। #১০ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) – ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র (১০৮)। #১২ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) – ইসলাম ও নৈতিক শিক্ষা/ ইসলাম শিক্ষা (১১১), হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা (১১২), বৈদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/ বৈদ্ধ ধর্ম শিক্ষা (১১৩), খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিষ্ট ধর্ম শিক্ষা (১১৪)। #১৫ই ফেব্রুয়ারী (রোববার) – গনিত (আবশ্যিক) (১০৯)। #১৮ই ফেব্রুয়ারী (বুধবার) – পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (১৫৩), ইতিহাস (১৩৯), ফাইনান্স ও ব্যাংকিং (১৫২), ব্যবসায় পরিচিতি ( ১৪২)। #২২ই ফেব্রুয়ারী (রোববার) – রসায়ন (তত্ত্বীয়) (১৩৭), পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি (১৪০), ব্যবসায় উদ্যোগ (১৪৩)। #২৪ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) – ভূগোল ও পরিবেশ/ভূগোল (১১০), বাণিজ্যিক ভূগোল (১৪৪)। #২৬ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) – বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান (১২৭), উচ্চতর গনিত (তত্ত্বীয়) (১২৬)। #১লা মার্চ (রোববার) – বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), সামাজিক বিজ্ঞান (১৪৫)। #৩রা মার্চ (মঙ্গলবার) – জীববিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৮), অর্থনীতি (১৪১)। *** [উপর উল্লেখিত পরীক্ষাগুলো সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত চলবে।] রুটিনটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুরের জন্য প্রযোজ্য। #৪ঠা মার্চ (বুধবার)- ---- [সময়ঃ সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত] ---- বাংলা ভাষা ও সাহিত্য (১১৯), ইংরেজি ভাষা ও সাহিত্য (১২০), গার্হস্থ বিজ্ঞান (তত্ত্বীয়) (১৫১), গার্হস্থ অর্থনীতি (তত্ত্বীয়) (১২৯), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) (১৩৪), সংগীত (তত্ত্বীয়) (১৪৯)। ---- [সময়ঃ সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত] ---- আরবি (১২১), সংস্কৃত (১২৩), পালি (১২৪), কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়) (১৩০), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) (১৩১), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) (১৩৩), বেসিক ট্রেড (তত্ত্বীয়) (১৩৫), চারু ও কারুকলা (তত্ত্বীয়) (১৪৮)। #৮ই মার্চ (রোববার) [সময়ঃ সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত] - হিসাব বিজ্ঞান (১৪৬)। #১০ই মার্চ (মঙ্গলবার) [সময়ঃ সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত] – শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা – (১৪৭)।
Posted on: Thu, 08 Jan 2015 15:10:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015