কিতাবুল ঈমান অধ্যায় - TopicsExpress



          

কিতাবুল ঈমান অধ্যায় :: সহিহ মুসলিম :: বই ১ :: হাদিস ৩৮ মুহাম্মাদ ইবন হাতিম ইবন মায়মুন (র)……আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে,রাসুলুল্লাহ (সাঃ) তার চাচাকে বললেন, আপনি লা-ইলাহা ইল্লাল্লাহ- বলুন, কিয়ামত দিবসে আপনার পক্ষে আমি এর সাক্ষ্য দেব ! তিনি বললেন,আবু তালিব ভীত হয়ে এ কথা বলেছেন, কুরায়শ কর্তৃক এরুপ দোষারোপ করার আশঙ্কা যদি না থাকত, তাহলে আমি কালিমা তাওহীদ পাঠ করে তোমার চোখ জুড়াতাম । এ প্রেক্ষিতে আল্লাহ নাযিল করেনঃ (অর্থ) আপনি যাকে চাইবেন পথ দেখাতে পারবেন না ; কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান । -------------------------------------------------------------------------------- The Book of Faith :: Muslim :: Book 1 :: Hadith 38 It is narrated on the authority of Abu Huraira that the Messenger of Allah said to his uncle (at the time of his death): Make a profession of it that there is no god but Allah and I will bear testimony (of your being a Muslim) on the Day of judgment. He (Abu Talib) said: Were it not the fear of the Quraysh blaming me (and) saying that it was the fear of (approaching death) that induced me to do so, I would have certainly delighted your eyes. It was then that Allah revealed: " Verily thou canst not guide to the right path whom thou lovest. And it is Allah Who guideth whom He will and He knoweth best who are the guided" (xxviii-56).
Posted on: Tue, 10 Sep 2013 10:53:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015