কটার্ড সিনড্রোম (Cotard syndrome - TopicsExpress



          

কটার্ড সিনড্রোম (Cotard syndrome ) কটার্ড সিনড্রোম এমন একটা ডিলুশনাল রোগ যাতে আক্রান্ত রোগী মনে করে যে তার দেহের বিভিন্ন অঙ্গ যেমন - হৃৎপিন্ড,পাকস্থ লি,ফুসফুস নষ্ট হয়ে গেছে। অনেক রোগী জীবন ও জগত সম্পর্কে অদ্ভুত সব চিন্তা করে।তারা নিজেদের , জগতের ও পরিবারের অস্তিত্ব অস্বীকার করে।এই রোগটিকে Walking corpse syndrome বলা হয়।কারণ এতে আক্রান্ত অনেক রোগী মনে করে যে তারা আসলে মৃত। একবার এক যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়।সে যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তখন সে মানতে পারে নি যে সে বেঁচে আছে। সে তার মায়ের সাথে সাউথ আফ্রিকায় যায় কিন্তু তার মনে হয় যে সে নরকে আছে।তার ধারণা ছিল সে সাময়িক ভাবে তার মায়ের আত্মা ধার করে ঘুরে বেড়াচ্ছে আর তার মা আসলে বাড়িতে ঘুমিয়ে আছে। 14 বছরের এক বালকের ক্ষেত্রে ও এরকম ছিন্ন বাস্তবতা দেখা গিয়েছিল। সে মৃগী রোগে আক্রান্ত ছিল,বিষণ্ণতায় ভুগতো।তার মাঝে মাঝে এমন এমন পর্যায় আসতো যখন সে সবাইকে মৃত মনে করতো এমনকি গাছদের ও।সে নিজেকেও মৃত বলে দাবি করতো। এই রোগের চিকিৎসায় ফার্মাকোলোজিক্য াল ট্রিটমেন্ট কার্যকরী । বিষণ্নতার ওষুধ,এন্টিসাইকো টিকস ও মুড স্ট্যাবিলাইজারে র সমন্বয়ে ও সুফল পাওয়া যায়।অনেক কেস রিপোর্টে ফার্মাকোথেরাপির সাথে ইলেকট্রোকনভালসি ভ থেরাপির সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
Posted on: Thu, 27 Nov 2014 11:38:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015