ক্লান্ত দিন শেষে এখন - TopicsExpress



          

ক্লান্ত দিন শেষে এখন নিশ্চয়ই ভালো কোন মুভি দেখতে বসেছেন । আড়াই-তিন ঘণ্টার কোন হাই-থটের মুভি দেখতে চাচ্ছেন না ? স্যাড মুভি দেখে মনকে আরও স্যাড করতে চাচ্ছেন না ? টুইস্টেড মুভি দেখে টুইস্টেড মাথাটাকে আর ডিস্টারব দিতে চাচ্ছেন না ? সাই-ফাই বা টপ-নচ থ্রিলারে মনোযোগ দেয়ার মত এনার্জিও নেই ? ব্রেস ইউরসেলফ, আপনাদের জন্যই আজ নিয়ে এলাম এমন কিছু মুভির সাজেশন যেগুলো আপনার মুড চেঞ্জ করে দিবি মুহূর্তের মধ্যেই । কমেডি, রোম্যান্স, ফ্যামিলি, ড্রামা –সব জন্রার থেকে এমন কিছু মুভির সন্ধান দিতে যাচ্ছি, যেগুলোর বেশীরভাগই হয়তো আপনাদের দেখা হয়নি । সবগুলোর দৈর্ঘ্যও কম । মাত্র দেড়-দুই ঘণ্টার । শুরু করার সাথেসাথেই আপনাকে টেনে নিবে মুভির কাহিনীগুলো । আর শেষ হওয়ার সাথেসাথেই ভালো হয়ে যাবে আপনার মন । আর যদি খারাপ মুড ভালো করাই থাকে আপনার উদ্দেশ্য, তাহলে র‍্যাটিং-রিভিউের পরোয়া না করেই নেমে পরুন মুভি দেখতে। বায়োস্কোপের পুরো পোস্ট টা পড়ে আসুন। লিংকঃ bioscopeblog.net/shahbaz-hossain/29428
Posted on: Wed, 24 Dec 2014 16:46:52 +0000

Recently Viewed Topics




© 2015