গণজাগরণ মঞ্চের - TopicsExpress



          

গণজাগরণ মঞ্চের ঢাকা-ঠাকুরগাঁওমুখী রোডমার্চে হাতবোমা হামলার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে মঞ্চের কর্মীরা। শনিবার পৌনে ৫টায় শাহবাগ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল কাঁটাবন ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতার্মীরা হামলার সঙ্গে জড়িত অভিযোগ করে স্লোগান দেয়া হয়। “জামায়াত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ করো/ রগ কাটাদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করো, “সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও বাংলা/ মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।” বিক্ষোভ শুরুর আগে মঞ্চের অন্যতম সংগঠক আরিফ জেবতিক বলেন, “ঢাকা-ঠাকুরগাঁওমুখী গণজাগরণ মঞ্চের উপর দফায় দফায় জামায়াত-শিবির চক্র হাতবোমা হামলা চালিয়েছে।” মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে মঞ্চের অন্যতম সংগঠক খান আসাদুজ্জামান মাসুম বলেন, সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মীরা সোচ্চার হয়ে রোডমার্চ কর্মসূচি পালন করেছে। জামায়াত-শিবির চক্র রোডমার্চের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে দাবি করে তিনি বলেন, হামলা করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কথা বলা মানুষদের কন্ঠরোধ করা যাবে না। “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তারা আন্দোলন সংগ্রাম করেই যাবে।” এদিকে সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি থেকে বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন। সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের নেতারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির চক্র বারবার স্বাধীনতার পক্ষের শক্তির ওপর বারবার নগ্নভাবে হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। তারাই দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা-আগুন দেয়াসহ বিভিন্ন অপকর্ম ঘটাচ্ছে। বক্তারা বলেন, ঠাকুরগাঁওমুখী রোডমার্চে গাড়িতে হামলা করে একাত্তরের পরাজিত শক্তি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে আহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হামলা করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশীল দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচী জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, অ্যাডভেঅকেট মিলি চৌধুরী, স্বপন মজুমদার, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রবিউল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি আল কাদেরী জয় ও খেলাঘর সংগঠক প্রিন্স রুবেল। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রয়ি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। bangla.bdnews24/bangladesh/article731277.bdnews
Posted on: Sat, 18 Jan 2014 13:04:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015