গতকাল ও আজ মিনি ম্যারাথন - TopicsExpress



          

গতকাল ও আজ মিনি ম্যারাথন (৩.৩ কিলোমিটার) দৌড় দিতে গিয়ে এখন শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব করছি। অবসন্নভাবে বাউলসম্রাট শাহ আব্দুল করিমের গানটি মনে পড়ছে। তাহলে কি আমি বুড়িয়ে যাচ্ছি? আগের বাহাদুরি এখন গেলো কই? গীতিকার, সুরকার ও শিল্পীঃ বাউল শাহ আব্দুল করিম লিংকঃ youtube/watch?v=yKCGSWaJzXM আগের বাহাদুরি এখন গেলো কই? চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই আগের বাহাদুরি এখন গেলো কই? মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই মন চলেনা রং-তামাশায় আলস্য এসেছে দেহায় কথা বলতে ভুল করে যাই মধ্যে-মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেলো কই? কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনায় রই আগের মত খাওয়া যায়না বেশি খাইলে হজম হয়না আগের মত কথা কয়না নাচেনা রঙ্গের বারই আগের বাহাদুরি এখন গেলো কই? ছেলেবেলা ভালই ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম সময়ের মুল্য না দিলাম তাইতো জবাবদিহি হই যা হইবার তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আসে একেবারে দরবেশ হই আগের বাহাদুরি এখন গেলো কই? I feel pain in almost every joints after completed mini marathon race (3.3 kilometer) for two consecutive days. I strongly feel a famous song by Shah Abdul Karim (emperor of Baul Song in Bangladesh). Am I getting absurd? Where is my past valour? Lyricist, Musician and Artist:Baul Shah Abdul Karim Where is my past valour? I cant step forward my legs while moving, Where is my past valour?? My hairs are becoming brown Tooth are being shaken Thinking of a spectacle since my eyesight has become blurred My mind finds no interest in youthful events My body has become idle Making mistakes and sometime got stuck while talking Where is my past valour?? I am exhausted gradually Many youngs treat me as older I am engaged in thinking of an unsuccessful mortal life I cant eat as much as earlier I cant even digest whatever I eat My soul cant dance as before Where is my past valour?? I was in good condition during my childhood Now I feel obligated I feel accountable for everything since I didnt value to my times properly Whatsoever have done (Abdul Karim has) thought about all One day will come, when I have to left this all forever Where is my past valour?? (Sincer apology to all for poor translation)
Posted on: Fri, 12 Sep 2014 17:36:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015