চাহিয়া দেখো রসের স্রোতে - TopicsExpress



          

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি। চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি॥ রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে, আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে– বাজিল যাহা প্রাণের বীণা-তারে সে তো কেবলই গান কেবলই বাণী॥ পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ– দেবসভায় যে সুধা করে পান। নদীর স্রোতে, ফুলের বনে বনে, মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে, সে সুধাটুকু পিয়ো আপন-মনে– মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥ English version: Watch this play of colours Translated by Anandamayee Majumdar Watch this play of colours Adrift emotion streams. But long not to make it yours. What you seek to claim, to enmesh, Is lost time and again in darkness -- Yet the music that rouses your heart-strings Is but verse, and tune Doesnt respond to mortal touch, Cant be surmised -- The celestial nectar. Streaming rivers, flowered forests, Sublime gladness Glinting in the corner of eyes, Are such ambrosia To absorb quietly, To realize as free. Singer: Chinmoy Chatterjee https://youtube/watch?v=J4rLjzu2LTA
Posted on: Sat, 13 Dec 2014 18:38:29 +0000

© 2015