ছাত্র মৈত্রী নীলফামারী - TopicsExpress



          

ছাত্র মৈত্রী নীলফামারী জেলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতাদর্শ ও সংগ্রামের ঐতিহ্যের পুনর্পাঠ করে ছাত্র মৈত্রী লড়াইয়ে বিজয়ী হবে : বাপ্পাদিত্য বসু বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ও শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বলেছেন, চলতি নষ্ট স্রোতে গা ভাসিয়ে দিয়ে ছাত্র মৈত্রী অপরাপর ছাত্র সংগঠনের মতো লুটপাটের রাজনীতিতে মত্ত থাকে না। বরং আদর্শ ও সংগ্রামের বলে বলীয়ান হয়ে আপামর ছাত্রসমাজের শিক্ষা-কাজের অধিকার আদায়ের নিরন্তর লড়াইয়ে রত থাকে। জন্মলগ্ম থেকে ছাত্র মৈত্রী সামরিক স্বৈরাচার, সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং শিক্ষা-কাজের অধিকার আদায়ের লড়াইয়ে আপোসহীন থেকেছে। এ লড়াইয়ে শহীদ জামিল, রিমু, রূপম, ফারুক, পান্না, আইয়ুব, নাসিম, সানিসহ অসংখ্য শহীদের আত্মদানের বিনিময়েও ছাত্র মৈত্রী এক মুহূর্তের জন্যও পিছিয়ে আসে নি। আজকের দিনে এসে একদিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ রক্ষার লড়াই এবং অপরদিকে ক্ষমতাবাজির বিরুদ্ধে ছাত্রসমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র মৈত্রীকে সেই চিরায়ত মতাদর্শ ও সংগ্রামের ঐতিহ্যের পুনর্পাঠ করে লড়াইয়ের পথে এগিয়ে যেতে হবে। এর মধ্য দিয়েই ছাত্র মৈত্রী চলমান লড়াইয়ে বিজয়ী হবে। আজ ২৯ আগস্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী নীলফামারী জেলা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু এসব কথা বলেন। সকালে শহরের একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা সভাপতি ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড তপন কুমার রায়। ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী জেলা সভাপতি রণজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড মাহবুব আলম ও ছাত্র মৈত্রীর প্রাক্তন জেলা সভাপতি তুষার কান্তি রায়। কর্মশালায় বিভিন্ন পর্বে আরো আলোচনা করেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহাবুদ রানা তরুন ও স্কুল বিষয়ক সম্পাদক অতুলন দাস আলো। দিনব্যাপী এ কর্মশালা সঞ্চালনা করেন ছাত্র মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এতে নীলফামারী জেলা কমিটি, নীলফামারী সরকারি কলেজ, সৈয়দপুর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সদর উপজেলা এবং শহর শাখার বাছাইকৃত ৬০ জন নেতৃস্থানীয় কর্মী অংশগ্রহণ করেন।
Posted on: Fri, 29 Aug 2014 18:32:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015