জামাত - TopicsExpress



          

জামাত শিবিরের প্রতিষ্টাতা মওদূদী তাফহীমুল কুরআন ১৯নং খন্ডের সুরা নাসর এর ৪নং ঠিকায় লিখেছে রাসূল সাঃ আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে ভুল ত্রুটি করেছেন অসম্পূর্নতা দুর্বলতা রয়েগেছে । কুরআনের চারটি মৌলিক পরিভাষা বইয়ের শেষ দুই লাইনে আছে ২৩বছরের দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে । পাঠকগন নবুওতের দায়িত্ব হচ্ছে কুরআন পৌছে দেওয়া শরীয়ত পৌছে দেওয়া । এ দায়িত্বে ভুল ত্রুটি হলে কুরআন কি সঠিক হবে ধর্ম কি পরিপুর্ন হবে । আর আল্লাহ কি দুষ মুক্ত হবেন তিনি তো সঠিক রাসূল নির্বাচন করতে পারেন নাই ।দুষি নবী কিয়ামাতের দিন কি সুপারিশ করবেন তিনি নিজেইতো দোষী । চিন্তা করুন রাসূল সাঃ এর ইজ্জতের উপর কত বড় আক্রমন, ইসলামের উপর কত বড় আক্রমন, এগুলো বিশ্বাস করলে ইসলামের কোন অস্থিত্ব থাকবে কি । এরপরও যদি আমরা এদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করি তাহলে আল্লাহর দরবারে কোন জবাব দিতে পারব কি ?
Posted on: Wed, 17 Jul 2013 15:48:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015