ডিসেম্বরের ৮ থেকে ১৪ - TopicsExpress



          

ডিসেম্বরের ৮ থেকে ১৪ তারিখে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হবে কম্পিউটার সায়েন্স শিক্ষা সপ্তাহ। এর একটি অন্যতম অংশ হচ্ছে কোডিংয়ের এক ঘণ্টা (Hour of Code)। গত বছর এটি আয়োজন করেছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এ বছর কোনো ভার্সিটিতে এটা করতে চাই না, কেবল স্কুল ও কলেজে করতে চাই। এবারে Dimik Computing School ও Bangladesh Open Source Network (BdOSN) এর সাথে Hour of Code-এ যোগ দিচ্ছে Kishor Alo - কিশোর আলো, জানিয়েছেন মুনির হাসান। তাই প্রচারটা বেশ শক্তই হবে। :) যেহেতু ৭ দিনের প্রোগ্রাম, তাই এই সাত দিনে আমি নিজে ঢাকার সাতটা স্কুল-কলেজ কাভার করতে পারবো। এছাড়া যেখানে যেতে পারবো না, সেখানেও আয়োজনে সহায়তা করতে পারবো। তোমরা যারা তোমাদের স্কুলে বা কলেজে এই অনুষ্ঠানটি করতে চাও, তারা Tahmid Rafi সাথে যোগাযোগ করো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার বা বিজ্ঞান ক্লাবের মাধ্যমে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। রাফির ইমেইল ঠিকানা : rafi.tah mid@ gmail (ইমেইলের ভেতর স্পেসগুলো মুছে দিতে হবে)। উল্লেখ্য যে এই অনুষ্ঠান আয়োজন করতে কোনো আলাদা খরচ নাই। তোমাদের প্রতিষ্ঠানের ল্যাবে বা অডিটোরিয়ামে করা যেতে পারে। প্রজেক্টর থাকা বাধ্যতামূলক, আশা করি এটা তোমাদের আছে।
Posted on: Fri, 28 Nov 2014 18:39:42 +0000

Recently Viewed Topics




© 2015