থার্ড ইয়ারে ওয়ার্ডে - TopicsExpress



          

থার্ড ইয়ারে ওয়ার্ডে পেশেন্টদের সাথে ডিল করার সুবাদে অনেক রকম মানুষের দেখা মিলে। এইতো সেদিন স্যার জন্ডিস পড়াচ্ছিলেন, পেশেন্ট কমবয়সী একজন ছেলে। আমাদের নিয়ে সে যারপরনাই বিরক্ত,আমরা তাকে ঘিরে থাকায় তার ফেইসবুকিং করতে সমস্যা হচ্ছিল । স্যার আমাদেরই একজনকে Liver palpate করতে বললেন। পেশেন্ট সরাসরি বললো, স্যার ছেলেদের দিয়ে করান, মেয়ে না! স্যার বললেন, কেন মেয়েরা কি ডাক্তার হবেনা?আপনার চিকিৎসা একজন মেয়েই করবে। আরেকদিন সার্জারি ওয়ার্ডে পড়ছি Carcinoma stomach ..পেশেন্ট একজন বয়স্ক ভদ্রলোক।examination এর জন্য expose করার অনুমতি চাচ্ছি, উনি বললেন, তোমরা তো আমার মেয়ের মতো মা! সঙ্কোচ করোনা, তোমাদের বাবা অসুস্থ হলে তোমরা তাকে যেভাবে দেখতে আমাকে ও সেইভাবেই দেখো! মাঝেমাঝে ঘটে আবার ভিন্ন রীতি, রোগীর হিস্ট্রি নিতে গেলে বলে, ফাইলে লিখা আছে, দেখে নেন, আমি বলতে পারবো না! আবার এইতো সেদিন ডায়াবেটিক রোগীর examination করার পর স্যার জিজ্ঞেস করলেন শুধু দেখে বলতে পারো, উনি ইনসুলিন নিতো কি না? পেশেন্ট আমাদেরকে মাথা নেড়ে ইশারা করতে লাগলেন,আমরা না পাড়লে স্যার যেন আমাদের বকা না দেন সেই জন্য! এই পেশেন্টের আরো একটা বড় পরিচয় উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন! আমি উনার উজ্জ্বল চোখের দ্যুতি দেখেছি! মুক্তিযুদ্ধের কথা বলার সময় তার নির্ভীক সেই অবয়ব দেখেছি! প্রচন্ড মানসিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষ তিনি! এইজন্যই হয়তো তিনি আলাদা, এইজন্যই হয়তো পেরেছেন জীবন বাজি রেখে যুদ্ধ করতে! আসার সময় বলছিলেন, আমাদের কাজ আমরা করে দিয়েছি মা, এখন তোমরা সেবা করো! আসলেই, সময়টা এখন আমাদের, কিছু করার! কোন একটা ছাপ রেখে যাই পৃথিবীতে, যেন স্মরণ করার সময় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে এ প্রজন্ম কে! লেখা- Rashmin Islam Smrity
Posted on: Fri, 22 Aug 2014 08:05:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015