দেখে এলাম অধ্যাপক - TopicsExpress



          

দেখে এলাম অধ্যাপক গোলাম আযমকে গতকাল, ২৮শে সেপ্টেম্বর, আমার বাবার কারাজীবনের ৬২৭ তম দিন ছিল। কারা কর্তৃপক্ষ দু’সপ্তাহ পর পর সাক্ষাতের অনুমতি দেয়, সেই দেখাই করে এলাম। উনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে মনে হলো। তুলনামূলক অনেক দূর্বল হয়েছেন- বিছানা থেকে দু’জনে ধরে উনাকে শ্রবণশক্তি আগের থেকে আরও ক্ষীণ মনে হলো। চোখের সমস্যার কারণে এখন কুরআন/ হাদীস বা ইসলামি সাহিত্য পড়তে পারছেন না বলে জানালেন। পত্রিকার (যুগান্তর বা ইত্তেফাক, যে কোন একটি দেয়া হয়) বড় বড় হেডিং পড়তে পারেন, তাও একটানা বেশীক্ষণ নয়। চোখ ঝাপসা হয়ে আসে। আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেয়া উনার সারাজীবনের স্বভাব। নিজ সন্তান ও নাতি- নাতনীদের খবর নেয়ার পর উনার অসুস্থ মামাতো ভাই এবং ভাতিজির অসুস্থ ছেলের ব্যাপারেও মনে করে খোঁজ নেন। যাকাত, ক্কোরবানী এসব সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেন। বাসার বহু পুরাতন কাজের মেয়ের চিকিৎসার খবর নেন (যে আমাদের পারিবারিক অর্থায়নে বহুদিন থেকে আমাদের বাসায় থেকে ডায়ালাইসিস করছে), তার (কাজের মেয়ের) ১০ বৎসরের ছেলের লেখাপড়ার (আমাদের বাসায় থেকে আমাদের অর্থায়নে) খোঁজ নেন। ভাবতে অবাক লাগে, আর ক’দিন পর ৯১ বৎসর পূর্ণ করে ৯২’এ পা রাখবেন তিনি, অথচ এখনও কত গোছানো উনার চিন্তাশক্তি, মাশাআল্লাহ্। দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত নিয়ে এবং নিজ দলের নেতা-কর্মীদের নিয়ে বেশ চিন্তিত তিনি, নিজেকে নিয়ে বা নিজের জীবন নিয়ে নয়। নিজেকে তো বহু আগেই আল্লাহর হাতে সপেছেন তিনি। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে এই বৃদ্ধ বয়সে তিনি আজ তাগুত-মোশরেক- কা ফের-মোরতাদ-মোনফ েক- বেঈমানদের জুলুমের শিকার। এতকিছুর পরও আল্লাহর রহমতে দুনিয়ার কোন শক্তিই লক্ষকোটি মানুষের প্রিয় এই মানুষটিকে মানসিকভাবে কাবু করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ্। পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে চিরকাল তিনি মর্দ্দে মুজাহিদ হয়েই বেঁচে থাকবেন এবং মৃত্যুর পর আল্লাহর কাছে তিনি “জলিল” (সম্মাণিত) হবেন এবং জালেমরা যলিল (ধিক্কৃত) হবে ইনশাআল্লাহ্। নমরুদের কবল থেকে ইব্রাহীমকে (আঃ) আল্লাহ্ হেফাযত করেছিলেন। ফেরাউনের কবল থেকে মুসকে (আঃ) ও নিরাপদ রেখেছিলেন মহান আল্লাহ। এখনও কোন রকমের কোন কুদরত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে কিনা তা তিনিই জানেন। দোআ ও আশা করতে তো নিষেধ নেই- সমগ্র বিশ্বের লক্ষ লক্ষ জোড়া হাত প্রতিদিন তাই দোআ করছে। এক “গোলাম আযম” যে লক্ষ লক্ষ “গোলাম আযম” তৈরীতে সফল হয়েছে তা ইতিহাস একদিন সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ্। -Abdullahil Amaan Azmi
Posted on: Mon, 30 Sep 2013 08:01:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015