দিল্লি গণধর্ষণকাণ্ডে - TopicsExpress



          

দিল্লি গণধর্ষণকাণ্ডে শুক্রবার সাজা ঘোষণা৷ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে সাজা ঘোষণা করবে সাকেত আদালত৷ সাজা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে আজ তিন ঘন্টা সওয়াল-জবাব চলে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে৷ সাজা নিয়ে আলোচনা চলাকালীন মহাত্মা গাঁধী ও ইন্দিরা গাঁধী হত্যার প্রসঙ্গও টেনে আনেন অভিযুক্তপক্ষের আইনজীবীরা৷ তাঁদের প্রশ্ন, ইন্দিরা-হত্যায় দোষীর ফাঁসি হলেও রাজীব হত্যা এড়ানো যায়নি৷ যদিও, এই বক্তব্যের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, আদালতে আইনের কথাই বলা উচিত৷ তাঁর যুক্তি, ধর্ষণ ও খুনের দায়ে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, তাহলে এ ক্ষেত্রেও কেন হবে না? অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি, দোষী সাব্যস্ত হওয়া ২ জনের পুরনো অপরাধের কোনও রেকর্ড নেই, তাদের বয়সও কম, তাই তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত৷ যদিও, সরকারপক্ষের আইনজীবী বলেন, ৪ দোষীর কেউই নাবালক নয়৷ অভিযুক্তপক্ষের এক আইনজীবী বলেন, দোষী সাব্যস্ত হওয়া ৪ জন সন্ত্রাসবাদী নয়, তাই তাদের ফাঁসি হওয়া উচিত নয়৷ এর প্রেক্ষিতে, সরকারি আইনজীবী বলেন, সমাজে একটি বার্তা দেওয়ার লক্ষ্যে দোষীদের ফাঁসির নির্দেশই দেওয়া উচিত আদালতের৷
Posted on: Wed, 11 Sep 2013 09:37:24 +0000

Recently Viewed Topics




© 2015