দেশে প্রতিদিন একটি করে - TopicsExpress



          

দেশে প্রতিদিন একটি করে যদি নিরাশার কারণ থাকে তবে আশার কারণ আবিষ্কার করা যায় দশটি! নিরাশার কারণটি হবে অনিবার্যভাবে রাজনীতি-রাজনীতিক-রাষ্ট্র বিষয়ক! আর আশাগুলো দ্যুতি ছড়ায় ব্যক্তি-পরিবার-সমাজ পর্যায়ে| সব সময় এবং অবিরামভাবে বলতে থাকব--আমাদের ব্যক্তি-পরিবার-সমাজ এগিয়ে আছে, রাজনীতি-রাজনীতিক-রাষ্ট্র সেই অগ্রসরতা সৃষ্টি-পরিচালনা করা দুরে থাক!-সময়ে সময়ে বরং তা ঢেকে রাখে! সম্পূর্ণ দেহটা আমাদের সুন্দর--মাথাটা শুধু নস্ট| এই ব্যকরণহীনতা ঘোচাতে নষ্ট মাথাটা ঝেড়ে ফেলে সুন্দর দেহের উপযোগী-উপুযুক্ত একটা মাথা আমাদের লাগবেই ভবিষ্যতে| এবার একটু মূর্ত করেই বলি--আমাদের একটা অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান করতে হবে| একটু বিপ্লবী ধাচের পরিকল্পিত অর্থনীতি প্রয়োজন হবে| রাষ্ট্রকে তার নাগরিকের মৌলিক সকল দায়িত্ব নিতে হবে| ব্যক্তি-পরিবার-সমাজ-এর সকল আশা এবং অগ্রসরতার মূল পর্যবেক্ষক এবং পৃষ্ঠপোষক হতে হবে রাষ্ট্রকেই| মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে সকল কিছুর উর্ধে| সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধী এবং অন্যান্য অপশক্তির চির কবর রচনা করতে হবে স্বাধীন বাংলাদেশে| এই দেশ-বিনির্মান ভ্রমনে প্রত্যেকটা মানুষের একটু ভুমিকা থাকতে পারে! আগামী সংসদ নির্বাচনেও ভোট দেবার মূল বিবেচনা যাতে হয় এই ভবিষ্যত আশার বাস্তবায়নের বিষয়টি| আমরা আর পিছিয়ে যেতে পারব না| তারচে একটু বরং এগিয়ে থাকি...
Posted on: Fri, 15 Nov 2013 03:04:16 +0000

© 2015