ধোঁকার আশ্রয় নিলেন ডাঃ - TopicsExpress



          

ধোঁকার আশ্রয় নিলেন ডাঃ জাঁকির নায়েক...। ---------------------------- কথিত আহলে হাদিস বা সালাফিদের প্রায় সকলেই তাদের মতকে ধোঁকার মাধ্যমে মানুষের সামনে পেশ করে থাকেন। ডাঃ জাকির নায়েককে তাদের থেকে আলাদা মনে হত। কিন্তু তিনিও যে তাদের মতই একজন তা প্রমান করলেন বুখারি এবং মুসলিমের হাদিস নিয়ে ধোঁকা দেয়ার মাধ্যমে। ডাঃ জাকির নায়েকের দেয়া লেকচার “Unity in the muslim ummah” যা লা মাজহাবীদের নিকট খুবই প্রিয়। এই লেকচারে ডাঃ জাকির নায়েক বললেন- নামাযে আমিন আস্তে বলব না জোরে? আসুন দেখি সহি হাদিসে কি বলে? এটি আছে বুখারিতে খঃ১ বুক অফ আজান অধ্যায়ঃ ১১১, হাঃ ৭৮০।“ নবী সাঃ বলেন শব্দ করে আমিন বল সূরা ফাতিহা শেষে……” এছাড়াও সহি মুসলিম খঃ১, বুক অফ সালাত অধ্যায়ঃ১১৬, হাঃ ৮১১-৮১৬ বলা আছে “শব্দ করে আমিন বল”। আমি (জাকির নায়েক) বুখারি এবং মুসলিমের ৯ টি হাদিস পেশ করলাম যেখানে বলা আছে শব্দ করে আমিন বল। (https://youtube/watch?v=5tmED-sg6Ds) এবার দেখুন বুখারিতে আসলে কি আছে “আবদুল্লাহ ইবনু ইউসুফ (রঃ)—- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ইমাম যখন আমীন বলেন, তখন তোমরাও আমীন বলো। কেননা, যার আমীন (বলা) ফিরিশতাদের আমীন (বলা) এক হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। ইবনু শিহাব (রঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ)ও আমীন বলতেন।( সহীহ বুখারী,২য় খন্ড, হাদিছ নং ৭৪৪, পৃষ্ঠা নং ১২১ প্রকাশনী- ইসঃ ফাউঃ বাংলাদেশ।)” লক্ষ্য করুন বুখারি মুসলিমের কোথায় এ কথা আছে যে শব্দ করে আমিন বল (say ameen loudly)রাসুলের হাদিসের এ রকম বিকৃতি কেন করা হোল? কি উদ্দেশে? উল্লেখ্য সহি বুখারি এবং সহি মুসলিমে এমন একটি হাদিসও নেই যেখানে বলা হয়েছে শব্দ করে বা জোরে আমিন বল। “শব্দ করে” এ কথাটি বুখারি মুসলিমের হাদিসে নেই। কিন্তু ডাঃ জাকির নায়েক নিজ মত প্রতিষ্ঠার জন্য যে কথাটি হাদিসে নেই তা হাদিসের অংশ বলে চালিয়ে দিলেন। নিশ্চয় এটি নিকৃষ্ট কাজ গুলোর মধ্যে একটি।
Posted on: Sat, 02 Aug 2014 03:39:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015