নারীর কাজ - TopicsExpress



          

নারীর কাজ ক্ষুদার জ্বালা মিটান: আফৃদী 5 Comments to “নারীর কাজ ক্ষুদার জ্বালা মিটান: আফৃদী” মতিপাঠক March 9, 2014 at 9:34 pm Nasim March 9, 2014 at 11:57 pm anonymous March 10, 2014 at 8:22 am পিয়াস চৌধুরী March 17, 2014 at 11:48 am স্মৃতিলেখা চক্রবর্ত্তী March 10, 2014 at 11:26 am Leave a Reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Post Comment « তারেক স্বাধীনতা সার্বভোমত্বের প্রতীক: ফখা | মিজানকে হাইকুট দেখালেন হাইকুট » Blog at WordPress. | The Under the Influence Theme. দৈনিক মতিকণ্ঠ সংবাদ বদলে দেয় দেশ ও রাজনীতি আন্তর্জাতিক মতিসম্পাদকীয় ক্রীড়া শ্রীমতিকণ্ঠ অর্থ ও বাণিজ্য তথ্যপ্রযুক্তি তারার মেলা বিজ্ঞাপন আমাদের সম্পর্কে সংসদ ভবনের ভিতরে মলতেগের জন্য কাকে সন্দেহ করেন? মির্জা ফখরুল ইসলাম আগুনগীর কাজী জাফর মতিচুর রহমান আজমী 169 ভোট পাকিস্তান মতিনিধি পাকিস্তান ক্রিকেটের উজ্জল নক্ষত্র ও ‘কৌন চাটেগা আফৃদী কা ডাণ্ডু’ প্রতিযোগীতার অন্যতম পৃষ্ঠ পোশক আল্লামা শহীদ আফৃদী এক সাক্ষাতকারে ক্রিকেটের মাঠে নারীদের উপস্থিতির প্রতি কটাক্ষ করে বলেছেন, নারীর হাতের খানা বড় মজা। নারীর কাজ খানা পাকান। ক্ষুদার জ্বালা মিটান। গতকাল এক টিভি অনুষ্ঠানে আল্লামা আফৃদী এ মন্তব্য করেন। আফৃদী বলেন, ক্রিকেট পুরুষের খেলা। নারীর কাজ সে খেলা অবলোকন করা ও ‘মেরি মি আফৃদী’ লিখা সাইনবুড কান্ধে নিয়া শালীনতার সাথে লম্পঝম্প করা। ক্রিকেট খেলা শেষে পুরুষ যখন ঘরে ফিরবে, তখন নারী তাকে গোশত ও রুটি পরিবেশন করবে। কিন্তু এ সব দায়ীত্ব বাদ দিয়া নারী নিজেই যদি ক্রিকেট খেলতে মাঠে নামিয়া পড়ে, তখন বুঝতে হবে পৃথীবি বিপন্ন, ইসলাম বিপন্ন, পুরুষ ও নারী উভয়ে বিপন্ন। tune.pk/video/761111/shahid-afridi-view- about-women-cricket-team আজকাল নারীদের আচরন নিয়ে দুঃখ প্রকাশ করে আফৃদী বলেন, তারা দিন দিন শক্ত কাঠবডি হইয়া যাইতেছে। ইদানীং পাকিস্তানের যেসব নারীকে হাতের নাগালে পাই, দেখি উহারা আমার অপেক্ষা অধিক মজবুত স্বাস্থ্যের অধিকারী। ঢাকায় ক্রিকেট খেলার পর ইসলামী ছাত্রী সংস্থার একটি নারী আসিয়া আমায় এমন আলিংগন করল যে পায়ে ইনজুরী হইয়া গেল। আমরা কি এই নারী চেয়েছিলাম? ক্ষোভের সংগে আল্লামা আফৃদী বলেন, নারীর হাতে ক্রিকেট মানে জাহান্নামের টিকেট। নারী ক্রিকেট খেলা শুরু করলে সেদিন আর বেশী দুরে নয়, যেদিন কুন নারীর বাউন্সার খাইয়া ডাক মারিয়া পেভিলনে ফিরিয়া যাব। তার আগেই হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করতে হবে। নারীকে রান্না ঘরে মনযোগ দেওয়ার আহোভান জানিয়ে শহীদ আফৃদী বলেন, আর কুথাও নারী আমার দরকার নাই। ক্ষুদার জ্বালা মিটাবে নারী, আর চুদার জ্বালা মিটাবে কারওয়ানবাজারের ক্রীড়া সর্দার উতপুটু শুভ্র।
Posted on: Tue, 18 Mar 2014 05:05:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015