পরিবর্তন হাল্কা সত্য - TopicsExpress



          

পরিবর্তন হাল্কা সত্য ঘটনা। আগে আমাদের কাছে নোকিয়া n70, n73, e72 এসব মোবাইল খুব দামি লাগত। ওমা দেখ, ছেলেটা কত দামি মোবাইল ব্যবহার করছে। অনেকে নকিয়া 1600,1100, এগুলো নিয়ে খুশি থাকত। কিন্তু এখন আমাদের কাছে ঐসব সেট খেলনার বস্তু। নিত্যনতুন বিভিন্ন অত্যাধুনিক মোবাইল ber হচ্ছে। ৪০০০টাকা দিয়েও এখন এন্ড্রয়েড পাওয়া যায়। যুগের সাথে তাল মিলিয়ে এখন আমরা অনেকটা এগিয়ে। এখন মোবাইল কিনতে গেলে সবাই এন্ড্রয়েড, উইন্ডোজ খুজে। বিশ্বাস করেন , আমার এখনো জাভা সেটগুলা অনেক ভাল লাগে। আগে ভালবাসার অনেক সম্মান দেওয়া হত। কিন্তু এখন আমরা অনেক আধুনিক। তিন-চারটা গার্লফ্রেন্ড না থাকলে এখন আর কেউ মনে হয় আধুনিকতার কাতারে সামিল করেনা। অনেককে বলতে শুনেছি, আরে দোস্ত, তোর মাত্র একটা গার্লফ্রেন্ড,আমার তিনটা। স্বাগতম জানাই তোমাদের আধুনিকতাকে। পৃথিবিটা সত্যিই অনেক দ্রুত পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়া পৃথিবিতে এখন সবকিছুই প্লাস্টিকের জিনিস মনে হয়। ধরতে যাওয়ার আগে দশবার ভাবতে হয়, এটা সত্যিই আসলতো। মন্তব্যঃ জানিনা ব্যপারটা কতটুকু বুঝাতে পারলাম। তবে চেষ্টা করেছি। আশা করি বুঝে নিবেন। :) :):
Posted on: Sun, 17 Nov 2013 13:33:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015