পরমাণু অস্ত্র বহনে সক্ষম - TopicsExpress



          

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান পাকিস্তান আজ (সোমবার) মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এক সপ্তাহের কম সময়ের মধ্যে পাকিস্তান এ ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, এ ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে শাহিন- ওয়ানএ। এটি হাতেফ ফোর নামেও পরিচিত। এ ক্ষেপণাস্ত্র নয়শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে সেনাবাহিনী জানিয়েছে। তিন দিন আগেও পাকিস্তানের সেনাবাহিনী পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম শাহিন-দুই নামের একটি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাসচিব লে. জেনারেল যোবায়ের মাহমুদ হায়াত শাহিন-দুই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বলেছেন, এ ধরনের পরীক্ষার পেছনে পাকিস্তানের কোন আগ্রাসী মনোভাব নেই। পাকিস্তানের চীর প্রতিদ্বন্দ্বী ভারতও মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এ দুই প্রতিবেশী দেশে এ পর্যন্ত তিনটি যুদ্ধে জড়িয়েছে। উভয় দেশই পরমাণু অস্ত্রের অধিকারী।
Posted on: Mon, 17 Nov 2014 13:03:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015