প্রথমে Raw শুরু হয় Triple H, - TopicsExpress



          

প্রথমে Raw শুরু হয় Triple H, Stephanie McMahon, Kane, Randy Orton and Seth Rollins কে নিয়ে । ট্রিপল এইচ WWE Network নিয়া পক পক করে,আজকের পুরো Raw এ সারাক্ষন এই WWE Network নিয়া পক পকে কান ব্যাথা হয়ে গেছে...যাই হোক,একের পর এক কি কি ম্যাচ হবে তা বলে আর প্রতি ম্যাচের পরেই বলে যে আমরা ৯.৯৯ এ এটা দেখতে পারবো! গুরুত্বপূর্ন ম্যাচের গুরুত্বপূর্ন সময়েই নির্লজ্জের মত কমেন্টেটররা এই ঘ্যান ঘ্যান করেছে । ঘোষনা হয় যে ডিন এম্ব্রোস আর রলিন্স এর মাঝে একটা বিট দা ক্লক চ্যালেঞ্জ হবে,এতে যে জিতবে সে সামারস্লাম এর ম্যাচ কিরকম হবে তা নির্ধারনের সুযোগ পাবে । রলিন্স মুখোমুখি হবে RVD এর আর এম্ব্রোস ডেল রিও এর! এরপর Randy তার আর Roman Reigns এর ম্যাচের কথা বলে! এর মধ্যেই রোমানের মিউজিক বাজে আর রোমান আসে! এরপর বলে যে গত কয়েক সপ্তাহ ধরে যা-ই চালিয়েছে র্যান্ডি তার উপর তবু এখনো সে রিং এ দাঁড়িয়ে আছে নিজের পায়ে! রেইন্স ট্রিপল এইচকে বলে যে আজকে সে ফ্রিতে অরটনকে মারবে! ট্রিপল এইচ তাকে সামারস্লাম পর্যন্ত অপেক্ষা করতে বলে আর পরের ম্যাচের ঘোষনা দেয় যেখানে রেইন্স আর Kane খেলবে Last man standing match এ! ট্রিপল এইচ কেইন কে বলে যে সে আজকে আসল ডিমন কে দেখতে চায়! Last Man Standing Match: Roman Reigns def. Kane কতক্ষন কমার্শিয়াল ব্রেক চলে,এরপর রেইন্স ক্লোথস্লাইন আর হেডবাট মারে এবং তার কন্ট্রোলে নিয়ে আসে খেলা! কিন্তু কেইন ডিডিটি মেরে ফিরে আসে এবং রেইন্সকে মারতে থাকে,এরপর রেইন্স আবার ফিরে আসে এবং ঘুষি মেরে কেইনকে ফেলে দেয়,রেফারী কাউন্ট করতে থাকে । কেইন কোনমতে উঠলে রেইন্স কেইনকে এনাউন্স টেবিলে মুখ আছড়ে মারে,এরপর স্টিল সিড়ির দিকে ছুড়ে মারে,এবং আবার রেফারী কাউন্ট করতে থাকে । এরপর কিছুটা কন্ট্রোলে আসতেই আবার কেইন কাউন্টার করে রেইন্সকে স্টিল স্টেপে ছুড়ে মারে । রেইন্স ফিরে আসতে চেষ্টা করে এবং কেইনকে ব্যারিয়ারের দিকে ঠেলে নেয় কিন্তু কেইন আবারো কাউন্টার করে এবং এবার রিং এর নিচ থেকে কেনডো স্টিক বের করে । এরপর ইচ্ছামত পিঠে পিটাতে থাকে এবং পিটানো শেষ হলে স্টিক ফেলে দেয়,এবার স্টিল সিড়ি এর একটা পার্ট খুলে রেইন্সের মাথায় মারে আর রেইন্স এর মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু করে,রেফারী দশ পর্যন্ত গননা শুরু করে কিন্তু রেইন্স তার আগে উঠে যায় । এরপর কেইন রেইন্সকে ব্যারিয়ারের দিকে ছুড়ে ফেলে,এরপর রেইন্স আবার কাউন্টার করে কেইনকে ব্যারিয়ারের উপর দিয়ে অন্য দিকে ফেলে দেয় । এরপর আবার কমার্শিয়াল ব্রেক চলে । ব্রেকের পর রেইন্স পুরো কন্ট্রোলে থাকে । এরপর রেইন্স কেইনকে স্টিল চেয়ারের দিকে ছুড়ে মারে যেটা কেইন ব্রেক চলাকালিন সময়ে রিং এর কোনায় লাগিয়েছিল । এরপর রেইন্স আরো একটা বিগ ক্লোথস্লাইন মারে । রেইন্স এরপর আপ্রোন ড্রপ কিক মারে পুরো রিং ঘুরে এসে । এরপর আবার রিং এর বাইরে কিছু মারামারি হয় এরপর আবার রিং এ আসলে রেইন্স সামোয়ান ড্রপ মারে,এরপর সুপারম্যান পাঞ্চ মারতে গেলে কেইন কাউন্টার করে রেইন্সকে টেবিলের উপর চোকস্লাম মারে । অবিশ্বাস্যভাবে রেইন্স কোন মতে দশ কাউন্টের আগে রোপের সাহায্যে দাড়াতে সক্ষম হয় । এরপর কেইন চেয়ারের উপর টুম্বস্টোন মারতে যায় রেইন্সকে,কিন্তু রেইন্স কাউন্টার করে কেইনকে চেয়ারের উপর ডিডিটি মারে । এরপর রেইন্স একটা সুপারম্যান পাঞ্চ মারে,এবং এরপর একটা স্পেয়ার মারতে গেলে কেইন কাউন্টার করে চোক স্লাম মারতে যায় কিন্তু রেইন্স কোন মতে সরে যেয়ে স্পেয়ার মেরে দেয় । কেইন অনেক চেষ্টা করা সত্বেও দশ গননার আগে দাড়াতে না পারায় জয়ী হয় Roman Reigns.. Cena vs Lesner Promo এটা কয়েকবার দেখানো হয়েছে । এটায় ব্রক লেসনার বলে যে সে কিভাবে আন্ডারটেকারকে হারিয়েছে,এবং এটা আশ্চর্যের ছিলনা! তেমনি সে সিনাকেও হারাবে । লেসনার যদি WWE তে থাকত তাহলে এখন সিনা নামে কিছু থাকতনা WWE তে । লেসনার আরো বলে যে এখন সিনা এর ফ্রুটি পেবল ঘরে বসে কিনে তাকে দেখা আর খাওয়ার কথা,ফ্রুটি পেবল খেতে উলটো সে টাকা পাচ্ছে লেসনার ছিলনা বলেই । সামারস্লামে লেসনার সিনাকে রক্ত,ইউরিন আর বমির Pool এ রেখে ফিরে আসবে! অপরদিকে সিনা বলে যে লেসনার ভালো করেছে WWE থেকে চলে যেয়ে কারন নাহলে লেসনারকে কেউ চিনতনা আর লেসনার নামে কেউ থাকতনা! সে যেখানে গিয়েছে সফল হয়েছে,কিন্তু সিনা জানে কিভাবে লেসনারকে হারাতে হয় । শক্তি,সামর্থ,দ্ রুত গতি অনেক কিছুই লেসনারের জন্মগত আছে,কিন্তু আমার মত হৃদয় নেই । এই কোম্পানী আর রেসলিং এর প্রতি আমার ভালোবাসার কারনে সে আমার সাথে পারবেনা । এইরকমই আরো কিছু কথা আর কি...... Mark Henry def. Damien Sandow World Strongest Slam মেরে জিতে যায় অন্য আরেক জোকারের অভিনয়ে থাকা সানডাও কে! (আজাইরা কাহীনি আর কি!) Beat The Clock Challenge: Dean Ambrose def. Alberto Del Rio খেলার শুরু থেকে ডেল রিও মোটামুটি কন্ট্রোলে থাকে, ডিনের ইঞ্জুরড হাতে ব্যাপক অত্যাচার করতে থাকে । ডেল রিও হেডলক ধরে থাকে আর টাইম অতিবাহিত হতে থাকে । মাঝ খানে একটা ব্রেক দেয় । স্লো স্লো মুভে টাইম পাস করতে থাকে ডেল রিও! এম্ব্রোস বার বার রোল আপ পিনের চেষ্টা করেও পারেনা । রোপের সাথে ঝুলে পরে ডেল রিও এম্ব্রোসের ইঞ্জুরড হাতে দুইবার ক্রস আর্ম ব্রেকার ধরে । ৫ কাউন্ট হয়ে গেলে ছেড়ে দেয় কিন্তু এম্ব্রোসের অবস্থা খারাপ হতে থাকে আর সময়ও যেতে থাকে । বাম হাত দিয়ে ফিনিশার ডার্টি ডিডস দুইবার মারতে যেয়েও হাতের ইঞ্জুরীর কারনে মারতে পারেনা এম্ব্রোস! শেষ পর্যন্ত ডান হাত দিয়ে ডার্টি ডিডস মেরে ১৫ মিনিট ৪২ সেকেন্ডে ম্যাচটি জিতে নেয় এম্ব্রোস! এখন শেষের দিকের আরো একটি ম্যাচে যদি রলিন্স এর চাইতে কম সময়ে জিততে পারে Rob Van Dam এর সাথে তাহলে রলিন্স সামারস্লাম এর ম্যাচের নিয়ম ঠিক করবে আর না পারলে এম্ব্রোস ঠিক করবে! লানা আর রুসেভ আমেরিকানদের অনেক পচায় । বারাক ওবামাকে পচায় । এরপর Jack Swagger আসে জেব কোল্টারের সাথে । মনে হয়না বেশি কিছু জানার আপনাদের আগ্রহ আছে । শেষ পর্যন্ত জ্যাককে রাশিয়ার ফ্লাগ দিয়ে পিটায়ে রিং এর বাইরে ফালায় রুসেভ,এই হইল কাহীনি! আর সামারস্লামে দুজনের ফ্লাগ ম্যাচ হবে! আর কিছু লিখতে পারবনা! Dolf Ziggler def. Cesaro খুবই কুইক একটা ম্যাচ ছিল! জিগলার জিগ জ্যাগ মেরে জিতে যায়! মিজ কমেন্ট্রিতে ছিল । এরপর রিং এ এসে ইন্টারকন্টিনেন্ টাল টাইটেল উপরে উঠায়,জিগ্লার কিক মারতে গেলে কোন মতে বেচে সরে যায় মিজ! Paige Aj এর কুইক রিকভারী আশা করে এবং তার আইডলের সাথে সামারস্লামে ম্যাচ খেলার আশা করে! Stardust and Goldust def Rybaxel Stardust তার ফিনিশার এক্সেলের উপর মেরে জিতে যায় ! এরপর ব্যাকস্টেজে স্টেফানী আর ট্রিপল এইচকে দেখা যায়,এরপর কেইন এসে তার মাস্ক খুলে তাদের হাতে দিয়ে যায়,কিন্তু তার মুখ দেখায়নি! অর্থাৎ Demon Kane মনে হয় শেষ আবার! Chris Jerecho def. Luke Harper via DQ প্রথমে হার্পার জেরেকোকে মারে কিন্তু জেরেকো ফিরে এসে big enziguri মারে এরপর পিন করলে ২ কাউন্ট হয়! হার্পারও ফিরে এসে Michinoku driver মারে এবং ২ কাউন্ট পিন করে । এরপর হার্পার বিগ বুট মারে । এরপর বিগ সিটডাউন পাওয়ারবোম্ব মেরে আবার পিন করে এবং দুই কাউন্টে উঠে যায় জেরেকো! জেরেকো রোল আপ পিন করে । এরপর জেরেকো Walls of Jerecho ধরে আর তখনই লাইট বন্ধ হয়ে যায়! এরপর Bray Wyatt রিং সাইডে আসে হাসতে হাসতে! Erik Rowan পিছন থেকে এটাক করতে আসে কিন্তু উলটা কোড ব্রেকার খায়,এরপর হার্পার এটাক করতে আসলে হার্পারও কোড ব্রেকার খায় । কিন্তু ব্রে এসে জেরেকোকে ফেলে দেয়! এরপর জেরেকোকে সিস্টার আবেগেইল মারে ব্রে! এই ম্যাচে ডিসকোয়ালিফাই হওয়ায় হার্পার সামারস্লামের ম্যাচে ব্যানড হয়ে গেল আর এরিক রোয়ান আগে ম্যাচ হারায় ব্যানড আগেই! সুতরাং ব্রে ওয়্যাট সামারস্লামে এই দুজনের একজনকেও সাথে পাবেনা! Diego def. Fandango Fandango এবার ডান্স পার্টনার হিসেবে আনে হর্সোয়াগল কে । এটা দেখে ডিয়েগোর সাথে আসা সামার আর লায়লা হেসে শেষ হয়ে যায়! ডিয়েগো পিছন থেকে আঘাত করে কুইক জিতে যায়! (Fandango কে WM তে জেরেকোর সাথে জিতায়ে এখন ডিয়েগোর সাথে হারায়,হায়রে WWE) Bo Dallas def. R- Truth Bo Rollup pin করে জিতে যায় । ম্যাচ শেষেও কিছু মারামারি হয়! Beat The Clock Challenge: Rob Van Dam vs. Seth Rollins (Never happened) RVD রিং এ আসে মিউজিক বাজিয়ে । এরপর ব্রেক হয় এরপর রলিন্স আসে । তখন ঘোষনা আসে যে অথরিটির নির্দেশ অনুযায়ী RVD রলিন্সের অপনেন্ট না তখন নতুন অপনেন্ট আসে Heath Slater.. ১৫ মিনিট ৪২ সেকেন্ডের আগে রলিন্সকে Slater কে হারাতে হবে যদি সে বিট দা ক্লক জিততে চায়! Beat The Clock Challenge: Heath Slater vs. Seth Rollins রলিন্স স্লেটারকে বলে এবং সুযোগ দেয় নিজে থেকেই চলে যাওয়ার এবং কাউন্ট আউট হয়ে হেরে যাওয়ার! কিন্তু স্লেটার শোনেনা এবং তাদের মারামারি শুরু হয়! রলিন্স কর্নারে নিয়ে স্লেটারকে মারতে থাকে! এরপর ডিন এম্ব্রোজ আসে রিং এর পাশে,এসে সে রলিন্সকে নানা ভাবে ডিস্ট্রাক্ট করতে থাকে! তখন নেক ব্রেকার মারে স্লেটার আর ক্লোজ ২ কাউন্ট হয়! এরপর রলিন্স স্লেটারের কন্ট্রোল নিতে থাকে কিন্তু ওদিকে এম্ব্রোজ রলিন্সের মানি ইন দা ব্যাঙ্ক ব্রিফক্যাস নিয়ে নেয় এবং এনাউন্স টেবিলের পাশে এনে ব্রিফকেস খোলে! ব্রিফকেস থেকে কন্ট্রাক্ট বের করে ছিড়ে ফেলে এম্ব্রোজ! রিং থেকে ক্ষেপে গিয়ে গালি দিতে থাকে রলিন্স! এরপর পিছন থেকে স্লেটার বিগ শট মারে আবারো ২ কাউন্ট হয়! এরপর এম্ব্রোজ আবার এদিকে কোক নিয়ে ব্রিফকেসের ভিতরে ঢেলে দেয়,এরপর পপ কর্ন এনে পপ কর্ন ঢেলে দেয়,এরপর JBL এর কাউবয় হ্যাট নিয়ে ব্রিফকেসে ঠেসে ভরে দেয় । এক কথায় ব্রিফকেসের অবস্থা যাচ্ছে তাই করে ফেলে । এটা দেখতে থাকা আর গালি দিতে থাকা রলিন্সকে পিছন থেকে এবার রোল আপ পিন করে জিতে যায় স্লেটার! সুতরাং সামারস্লামের ম্যাচ কি নিয়মে হবে তা ঠিক করবে এম্ব্রোজ! সেটা কি হবে তা হয়ত আগামী Raw তে জানা যাবে! Stephanie Mcmahon and Brie Bella contract Signing Stephanie Mcmahon আর ট্রিপল এইচ আসে । ট্রিপল এইচ আজকে COO না,স্টেফানীর হাজবেন্ড হিসেবে আসে,তাই এই পার্টের পরিচালনা করে মাইকেল কোল! ব্রি আসে নিকি বেলা সহ! স্টেফানী জিজ্ঞাসা করে যে ব্রায়ান এখনো রিকভার করেছে কিনা! ব্রি বলে হ্যা করছে কিন্তু স্টেফানী এটা থেকে রিকভার করেছে কিনা...বলে এরেস্টের ভিডিও দেখায়! এরপর বলে যে সে মিকম্যান ফ্যামিলির জন্য লজ্জা হল স্টেফানী! ব্রি সারা পৃথিবিকে স্টেফানী কতটা ফ্রড তা দেখিয়ে দিবে...সে শুধু ড্যানিয়েলের জন্য না,ভিকি গেরেরো,বিগ শো,রোডস ব্রাদার্স আর যারা অথরিটির দ্বারা শোষিত হয়েছে তাদের জন্য জিতবে এবং স্টেফানীকে শুধু হারাবেইনা লজ্জাজনকভাবে হারাবে । সবার নাম বলার পর বিশাল Cm Punk chant হতে থাকে এরিনাতে! এরপর স্টেফানী বলে যে ব্রি এর সাথে এখন এই অবস্থানে থাকাটাই স্টেফানীর জন্য অনেক লজ্জার! ব্রি এর ইতিহাস তৈরীর দুরাশার ইতি স্টেফানী টেনে দিবে । এরপর সাইন করে দেয় দুজন কন্ট্রাক্ট! স্টেফানী চিল্লায়ে বলে যে সে ব্রি এর হৃদয় চীর্ন বিচ্যুর্ন করে দিবে । এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর স্টেফানী জোরে ধাক্কার মত দেয় নিকি বেলাকে । নিকি পড়ে যায়! টেবিলের অপর পাশে থাকা ব্রিকে ঠেলে টেবিল সব রিং এর কর্নারে চাপিয়ে দেয় ট্রিপল এইচ আর টেবিলের উপর বসে পরে যাতে ব্রি কোনায় আটকে থাকা ছাড়া কিছু করার না থাকে । এরপর স্টেফানী নিকি বেলাকে তুলে পেডেগ্রি মারে । এরপর দুজন হাসতে থাকলে ব্রি বেলা ট্রিপল এইচকে থাপ্পর মেরে ফেলে দেয় কিন্তু স্টেফানী ব্রি কে লাথি মেরে এরপর পেডিগ্রি মারে । এরপর ট্রিপল এইচকে ভয়ংকর ভাবে কিস করে! এরপর দুজনে খুশী মনে হাসতে হাসতে শেষ করে আজকের Raw!!
Posted on: Tue, 05 Aug 2014 10:00:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015