প্রধানমন্ত্রী শেখ - TopicsExpress



          

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হাফিজুর রহমান রানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার এই রায় দেন। যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রানা বর্তমানে পলাতক রয়েছেন। ২০১২ সালের এপ্রিল মাসে হাফিজুর রহমান ফেসবুকে তার ব্যক্তিগত ওয়ালে একটি বার্তা (স্ট্যাটাস) লেখেন। ওই বার্তার একটি স্থানে তিনি ‘হায়েনা’ শব্দটি উল্লেখ করেন। ২০১২ সালের ১৯ এপ্রিল ‘দৈনিক ভোরের কাগজ’-এ এই সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করে গত বছরের ১৭ জুন হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এ সময় পাঁচজনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়। সে সময় এ বি সিদ্দিকী বলেছিলেন, “ওই লেখা পড়ে আমার মনে হয়েছে তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে।” জবাবে নিজস্ব ফেইসবুক ওয়ালে বুয়েট শিক্ষক হাফিজুর রহমান বলেছিলেন, “ওই বক্তব্য কোনো ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়নি। হায়েনা বলতে অনিয়ম আর দুর্নীতিকে বোঝানো হয়েছে।” রায়ে বলা হয়, “আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসামিকে এ সাজা দেওয়া হয়। আসামি হাফিজুর রহমান জামিন নিয়ে পলাতক রয়েছেন। তিনি যে দিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে এ রায় কার্যকর হবে।” রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল।
Posted on: Thu, 27 Jun 2013 10:53:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015