প্রফে বসতে দিবো না - TopicsExpress



          

প্রফে বসতে দিবো না ........................।। মেডিকেল লাইফে "প্রফে বসতে দিবো না " এই শব্দ গুলো আমাদের সবার কাছে খুব পরিচিত । প্রথম প্রথম যখন টিচারদের মুখে এই শব্দ গুলো শুনতাম তখন খুব ভয় লাগতো , দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াতো । কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম এটা টিচারদের খুব ই কমন ডায়লগ, তখন কেউ এটা বললেই হাসি পায় । এমন একটা ভাব যেন কেউ আমাদের সাথে মজা করছে !!! কিন্তু আমরা কি কেউ ভেবে দেখেছি যে ,প্রফ আমাদের জীবনের অনেক বড় একটি অধ্যায় । প্রতিটা দিন আমরা একটু একটু করে অক্লান্ত পরিশ্রম করি শুধু এই প্রফে বসার জন্যে , পরীক্ষা দিয়ে পাশ করার জন্যে । আর এই প্রফে বসতে না দেয়ার হুমকিটা এখন কতটা সহজ এবং হাস্যকর হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে ? পরীক্ষা নেয়া হয় একটি স্টুডেন্টের যোগ্যতা যাচাই করতে , সে কেমন মানুষ তা যাচাই করতে না । কিন্তু আমাদের মেডিকেল লাইফে ভাইভা পরীক্ষা গুলো তা করে না । কোন একটি স্টুডেন্ট মনের ভুলে যদি একজন টিচারের চোখের বালিতে পরিনত হয় , তাহলে তার পক্ষে পাশ করে বের হওয়াটা অসম্ভব হয়ে দাড়ায় , তাতে সে যতই ভাল স্টুডেন্ট হোক না কেন !! সেই টিচার তাকে বছরের পর বছর আটকে রাখে একই ইয়ারে । অনেক খারাপ খারাপ স্টুডেন্ট ও তার চোখের সামনে দিয়ে বের হয়ে যায় , কিন্তু সে পারে না । শুধু মাত্র কিছু অসৎ এবং নিতিহীন টিচারদের কারনে । কিছুদিন আগে শুনলাম ঢাকার পার্শ্ববর্তী এক উইমেন্স মেডিকেলে এক স্টুডেন্টকে অধ্যক্ষ হুমকি দিয়েছে প্রফে বসতে দিবে না , তার কারন সেই স্টুডেন্টটি ডাইনিঙের খারাপ খাবারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলো তাই !!! বাহ , প্রতিবাদ দমন করার একি দারুন অস্ত্র আমাদের পিতৃ সমতুল্য টিচারদের !! আমার প্রশ্ন , কেন ?? পার্সোনাল ঝামেলা কেন ভাইভার টেবিলে আসবে ?একটি স্টুডেন্টের পারসোনালিটি কেন তার শিক্ষাগত যোগ্যতার উপরে মূল্যায়ন করা হবে? তাহলে কি এক জন ডাক্তার তার যোগ্যতা বাদ দিয়ে নমনীয়তা দিয়ে রোগীর চিকিৎসা করবে? আমাদের শ্রদ্ধেয় টিচারদের এতো এতো ডিগ্রী কি তাদের এই ই শিখিয়েছে ? তাহলে তারা আমাদের কি শেখাবেন ? পুরো দেশকে তারা কি জাতি উপহার দিবে?একটি মেরুদণ্ডহীন ডাক্তার ? আমি বলবো না যে,ডাক্তারদের সু ব্যবহারের কোন দরকার নেই । অবশ্যই আছে , কিন্তু তার সাথে অবশই যোগ্যতার দরকার আছে । আমাদের ভুলে গেলে হবে না যে " মুন্না ভাই এম বি বি এস " সিনেমাতেই পারে রোগীর চিকিৎসা করতে , বাস্তবে না !! আগে খুব অবাক লাগতো এটি ভেবে যে , একটি যে কোন সেক্টরের স্টুডেন্ট এক্সিডেন্টে মারা গেলে, অথবা নির্যাতিত হলে প্রতিবাদ হয়, রাস্তায় রাস্তায় মানুষ নেমে আসে । কিন্তু একজন মেডিকেল স্টুডেন্ট খুন হলে , সড়ক দুর্ঘটনায় মারা গেলে , এমনকি ধর্ষণে হত্যা হলেও ডাক্তার জাতি কখনো প্রতিবাদে কেন রাস্তায় নামে না ? কেন তাদের গলায় জোর দেখা যায় না ? কেন তারা বিচার চায় না ? এখন বুঝি কেন , কেন পারে না তারা । কারন তাদের মেরুদণ্ড অনেক আগেই ভেঙ্গে দেয়া হয় । ভয় দেখিয়ে দমিয়ে রাখতে রাখতে কবে যে এই ডাক্তার জাতি দমে গেছে তা এরা নিজেরাও জানে না । এখন একজন মানুষ নির্যাতিত হলে আমরা শুধু দুঃখ প্রকাশ করি তারপর ভুলে যাই ।প্রতিবাদের কথা ভাবতেই যেন গায়ে কাঁটা দেয় ।তার জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থা বহু অংশে দায়ী বলে আমি মনে করি । আজ আপনি যে ভয়এ অন্যায়ের প্রতিবাদ করছেননা অথবা করতে দিচ্ছেন না , কাল আপনার সাথে এই একই অন্যায় হবে না তা কি আপনি জানেন ? শাসন করার অস্ত্র অবশ্যই হুমকি হতে পারে না । আমি আমাদের সমস্ত ডাক্তার জাতির প্রতি আহবান জানাই আসুন মন কে একটু প্রশস্ত করি । দেশকে আর কিছু দিতে না পারি অন্তত মেরুদণ্ডহীন কাপুরুষ না দিয়ে একটি মেরুদণ্ড যুক্ত ডাক্তার জাতি উপহার দেই ।
Posted on: Wed, 26 Jun 2013 12:40:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015