প্রসংগ: ত্বকী দোস্ত এর - TopicsExpress



          

প্রসংগ: ত্বকী দোস্ত এর পরে কি হবে একটু বলনা/ দোস্ত একটু সরে বস/ একটু ঘুরে বস দেখা যাচ্ছে না খাতাটা/ এইটা কি লিখছিস? পড়া যাচ্ছে না, বানান টা বল... /ধূরর কিচ্ছু লিখতে পারলাম না, নিশ্চিত ফেইল… অথবা এই ছেলে কথা বলছো কেন/ সবাই চুপ, কথা বললে খাতা নিয়ে নিবো/ সামনে এনে বসিয়ে দিব... অথবা বিশ্বকাপ জ্বরের তীব্র আবেগ, ব্রাজিল আর্জেন্টিনা নাকি জার্মানি নাকি ইংল্যান্ড... অথবা তুমুল উত্তেজনা হয়তো ব্যক্তিগত সম্পর্ককেও তেতো বা ভোঁতা বানিয়ে দিয়েছে... অথবা ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই... কিন্তু সেই সদাহাস্য সেই ছেলেটার কথা কি কারো মনে আছে, যে কিনা কারো প্রিয়জন, কারো বন্ধু, কারো সিনিয়র না জুনিয়র কারো বা প্রিয়ছাত্র?? যারও এবার 2nd প্রফে বসার কথা ছিলো, যারও এবার বন্ধু বা জুনিয়র বা সিনিয়দের সাথে স্বপক্ষের কীর্তি নিয়ে তুমুল আড্ডায় বসার কথা ছিলো?? যারও এই সিয়াম সাধনার মাসে বন্ধুদের সাথে সেহেরী বা ইফতারে সামিল হওয়ার কথা ছিল? আমি যে প্রিয় জুনিয়র “রেজা হাসান ত্বকী” এর কথা বলছি তা হয়তো অনেকেই বুঝে গেছে...কিন্তু কেউ কি জানে সে কেমন আছে? কেউ কি জায়নামাজে বসে তার জন্য প্রার্থনা করে? হয়তো কেউ মনে রেখেছে, কেউ মনে রেখেছে প্রকাশ করেনি, অথবা কেউ কেউ রাখেনি, অথবা কেউ কেউ রাখার প্রয়োজন মনে করেনি। তার জায়গা হয়তো অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করে নিয়েছে প্রয়োজনের খাতিরে... পৃথিবীটা হয়তো একটু বেশিই নিষ্ঠুর, কিন্তু আমরা যতটা ভাবি, হয়তো ততটা না...কারন, ত্বকী ফিরে আসবে। আমি জানিনা প্রফে তার সিটটা খালি ছিল কিনা, কেউ তাকে পাশে মিস করেছে কিনা, কিংবা “ত্বকী” বলে ডাক দিয়ে আবার মুখ কালো করে ফেলেছে কিনা... এতো কিছু না জানার মধ্যেও গতদিন জানলাম আমাদের ত্বকীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো, খুব দ্রুত রিকভার করছিলো, কিন্তু মাঝখানে আবার Infection ধরা পড়ায় গত তিনদিন ধরে জ্বর, অবশ্য স্যারেরা শংকাজনক কিছু বলেননি... ভালো হয়ে যাবে, তবে সময় লাগবে... কলেজ লাইব্রেরীতে সার্বক্ষনিক উপস্থিতি, খেলার মাঠে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে ত্বকী জানান দিক “আমি ফিরে এসেছি ভাইয়া” “I am Back to my Ground” আমরা শুধু সেই দিনের অপেক্ষায় আছি... লিখেছেন - হিমেল বিশ্বাস (মমেক)
Posted on: Tue, 15 Jul 2014 09:46:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015