বাইক চালান অথচ কুকুর, - TopicsExpress



          

বাইক চালান অথচ কুকুর, বিড়াল, হাস মুরগীর প্যাড়ায় পড়েন নি এমন মানুষ খুব কমই খুজে পাওয়া যাবে। আপনি রাস্তা দিয়ে ৬০-৭০ কিমি স্পীডে চালাচ্ছেন, হঠাৎ দেখলেন সামনে একটা কুকুর দৌড়ে এলো, এরকম সময় কি করবেন? আপনার কাছে অপশান তিনটি। ১) আপনি বাইক সাথে সাথে হার্ডব্রেক করতে পারেন। ২) আপনি একটু গতি কমিয়ে কুকুর বা বিড়ালকে পাশ কাটিয়ে যেতে পারেন। ৩) আপনি বাইক সোজা রেখে চালিয়ে যাবেন, এতে কুকুরের উপর তুলে দিতে হয় তাও দিবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ৩ নম্বর অপশানটি Choose করাই বুদ্ধিমানের কাজ। গ্রামে বা মফস্বলের রাস্তায় কুকুরের জন্য বেশ ভালো পরিমানে বাইক দুর্ঘটনা হয়। যার বেশিরভাগই ঘটে থাকে কুকুরটিকে বাচাতে গিয়ে। অবুঝ প্রানী, সে তো আর আপনার মতিগতি বুঝবে না। এদিক সেদিক মুভ করে আপনার শিড়দাড়ায় আরো কাপন ধরিয়ে দেবে। ওকে বাচানোর চেষ্টা করার কোন দরকার নেই, সোজা চালিয়ে যান। দরকার হলে গায়ের উপর দিয়ে চাপা দিন। তারপরেও আপনার পড়ে যাবার সম্ভাবনা বাকী দুটি অপশানের চেয়ে কম থাকবে। ৬০-৭০ কিমি গতিতে রাতের বেলা স্পীডব্রেকারে ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকের আছে। এর সাথে এটার পার্থক্য হবে না খুব একটা। লাক খারাপ হলে অবশ্য কিছু করার নেই......-_- একটা ভিডিও শেয়ার দিলাম। ১৩৫ কিমি গতিতে একটা হরিনের সাথে ধাক্কা লেগেও বেচে গিয়েছেন এই ভদ্রলোক। ভাগ্যটা কেমন একবার ভেবে দেখুন......:D #Ride safe#Always use helmet https://youtube/watch?v=cZAjJ-g0UDw
Posted on: Mon, 10 Nov 2014 19:01:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015